তিনি আমার বড় ভাই-১

ইমদাদ হক
Published : 6 April 2011, 07:01 AM
Updated : 6 April 2011, 07:01 AM

গত ২০ মার্চ দৈনিক জনকণ্ঠে চতুরঙ্গ পাতায় 'যদি সেই নথ খসালি, তবে ক্যান লোক হাসালি' শিরোনামে একটি মহামূল্যবান লেখা বড় ভাই লতিফ সিদ্দিকী আমাকে উপহার দিয়েছেন। নটী বিনোদিনী নাটকে একদিন এক দর্শক গিরিশ ঘোষের অভিনয় দেখে মঞ্চে জুতা ছুড়ে মেরেছিল। তিনি তা মাথায় তুলে তার নাট্যাভিনয়ের সার্থকতা খুঁজেছিলেন। রামকৃষ্ণ পরমহংস দেবও তার নটী বিনোদিনী দেখে আশীর্বাদ করেছিলেন। বড় ভাই লতিফ সিদ্দিকীর এ লেখা আমার কাছে গিরিশ ঘোষের মঞ্চে ছুড়ে দেয়া দর্শকের আশীর্বাদের মতোই মনে হয়েছে। লেখাটার শিরোনাম দিতে চেয়েছিলাম 'সে যে আমার বড় ভাই',