জাবিতে ভাইভার সময়সূচী

ইমদাদ হক
Published : 28 Nov 2012, 03:17 PM
Updated : 28 Nov 2012, 03:17 PM

জাবিতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময়সূচী ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকারের সময়সূচী ঘোষণা করা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তবে নাটক ও নাট্যতত্ব বিভাগ ও চারুকলা বিভাগের সাক্ষাৎকার শুরু হবে ১ ডিসেম্বর থেকে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.juniv.edu/admission এ পাওয়া যাবে।

এ ইউনিটের অধীনে গানিতিক ও পদার্থ বিজ্ঞান বিভাগের সময়সূচী- ৩ ডিসেম্বর ১-থেকে ৩৫৫ ছাত্রী, ১-৬০০ ছাত্র। ৪ ডিসেম্বর ৩৫৬-৭১০ ছাত্রী, ৬০১-১৩৬১ ছাত্র। ৫ ডিসেম্বর ৭১১-১০৬৫ ছাত্রী, ১৩৬১-২০৪০ ছাত্র ও ৬ ডিসেম্বর ১০৬৬-১৪২০ ছাত্রী, ২০৪১-২৭১৭ছাত্র। বি ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ৩ ডিসেম্বর রোল নং ২০০০০২ থেকে ২০০০৬৬৮৫ রোল নং ছাত্রী। ৪ ডিসেম্বর ২০০৬৬৯৫ থেকে ২০১০৯১৫ রোল নং ছাত্র। সি-১ আর্ন্তজাতিক সম্পর্ক ০৩ ডিসেম্বর সকল বিভাগের ছাত্রী। ৪ ডিসেম্বর মানবিক বিভাগের সকল ছাত্র। ০৫ ডিসেম্বর বানিজ্য, বিজ্ঞান ও অন্যান্য বিভাগের সকল ছাত্র এবং ৬ ডিসেম্বর উপযুক্ত কারন দর্শক পূর্বক যারা উক্ত তিন তারিখে মৌখিক পরীক্ষা দিতে পারেন নি সে সকল ছাত্র-ছাত্রী অংশ নিবেন। সি-৪ দর্শন বিভাগ ০৩ ডিসেম্বর ছাত্রী (মানবিক) মেধাক্রম: ০১-১১০ ছাত্রী (বিজ্ঞান) মেধাক্রম: ০১-৭৭ ছাত্রী (বাণিজ্য ও অন্যান্য) মেধাক্রম: ০১-৩০। ৪ ডিসেম্বর ছাত্র (মানবিক) মেধাক্রম: ০১-১৭০। ৫ ডিসেম্বর ছাত্র (বিজ্ঞান) মেধাক্রম: ০১-১৭০ ছাত্র (বাণিজ্য ও অন্যান্য) মেধাক্রম: ০১-৬০। ৬ ডিসেম্বর নির্ধারিত দিনে (০৩,০৪,০৫ ডিসেম্বর) যারা কোন যৌক্তিক কারণে মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকতে পারবে না তারা পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন। এছাড়া কলা ও মানবিকী অনুষদ ভুক্ত সি-২, সি-৩, সি-৫, সি-৬, সি-৭,সি-৮,সি-৯ ইউনিটের জন্য কৃতকার্য ছাত্র-ছাত্রীদের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে। বানিজ্য অনুষদে ই ইউনিট ৩ ডিসেম্বর মেধাক্রম ১ থেকে ২৮০ ছাত্র, মেধাক্রম ১ থেকে ১৯০ ছাত্রী। ৪ ডিসেম্বর মেধাক্রম ২৮১ থেকে ৫৬০ ছাত্র, মেধাক্রম ১৯১ থেকে ৩৮০ ছাত্রী। ৫ ডিসেম্বর মেধাক্রম ৫৬১ থেকে ৮৪০ ছাত্র, মেধাক্রম ৩৮১ থেকে ৫৭০ ছাত্র এবং ৬ ডিসেম্বর মেধাক্রম ৮৪১ থেকে ১১১৪ ছাত্র, মেধাক্রম ৫২১ থেকে ৭২৯ ছাত্রী। আইন অনুষদ এফ ইউনিট মেধাক্রম ১ থেকে ৩০৫ছাত্র ও মেধাক্রম ১ থেকে ২০০ছাত্রী। ইনিস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্টেশন (আইবিএ জেউ) ৩ ডিসেম্বর রোল নং ৭০০০০০১ থেকে ৭০০০২০২০। ৪ ডিসেম্বর রোল নং ৭০০০২০২ থেকে ৭০০৪২৫০ এবং ৬ ডিসেম্বর রোল নং ৭০০৪২৫১ থেকে ৭৯০০০৯৯। ইনিস্টটিউট অব ইনফরমেশন টেকনোলজি ৩ ডিসেম্বর মেধাক্রম ০১ থেকে ১০০ ছাত্র, মেধাক্রম ০১-৪০ছাত্রী। ৪ ডিসেম্বর মেধাক্রম ১০১ থেকে ২০০ ছাত্র, মেধাক্রম ৪১ থেকে ১০০ ছাত্রী। ৫ ডিসেম্বর মেধাক্রম ২০১ থেকে ২৫১ ছাত্র, মেধাক্রম ১০০১ থেকে ১৫০ ছাত্রী এবং মেধাক্রম ১৫১ থেকে ২০০পর্যন্ত ছাত্রীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে।