জাবিতে সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইমদাদ হক
Published : 16 July 2011, 05:49 AM
Updated : 16 July 2011, 05:49 AM

সাংবাদিকরা হচ্ছেন জাতির জাগ্রত বিবেক। তাঁরা তাঁদের লেখনীর মাধ্যমে অন্যায় ও অসত্য তুলে ধরেন। দেশের বৃহত্তর স্বার্থে যে কোন সিদ্ধান্তের পর্যালোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেন।

গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র (জাবিসাস) আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসকল কথা বলেন।
সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জাবিসাসের সাধারণ সম্পাদক সাঈদ জুনায়েদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জাবিসাসের সভাপতি পলাশ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ নাসির হোসেন, জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন। এতে দিনভর শিক্ষার্থীদের সাংবাদিকতার নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যাত্রী'র সিইও জামিল আহমেদ, অধ্যাপক খালেদ হোসাইন, সাংবাদিক জহিরুল আলম, ফারুক ওয়াসিফ, ক্যারিয়ার ইন্টিলেজেন্স সম্পাদক মো. বাকী বিল্লাহ মঞ্জুর হোসেন, লেখক ও গবেষক আহমেদ সুমন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দু'শতাধিক শিক্ষার্থী ও ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকগণ প্রশিক্ষণ গ্রহণ করেন।