ফাঁসির আসামি বিপ্লবকে ক্ষমা করার ঘটনায় জাবি শিক্ষকদের প্রতিবাদ

ইমদাদ হক
Published : 23 July 2011, 09:03 AM
Updated : 23 July 2011, 09:03 AM

লক্ষীপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় ফাঁসির আদেশ প্রাপ্ত আসামি এএইচ বিপ্লবকে ক্ষমা করে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সদস্যরা। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, রাষ্ট্রপতি তার প্রদত্ত ক্ষতমাবলে ক্ষমা করে দিয়েছেন। এর মাধ্যমে তিনি রাষ্ট্রীয়ভাবে সস্ত্রাসীদের প্রশ্রয়ের দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিবৃতিতে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতি বিশেষ দল বা গোষ্ঠীর অনুগত নন। কিন্তু বর্তমান রাষ্ট্রপতি দলীয় বিবেচনায় একের পর এক খুনি আসামিকে ক্ষমা করে দিচ্ছেন। এর আগে নাটোরে গামা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামিদেরও ক্ষমা করা হয়। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় রাষ্ট্রপতি খুনীদের প্রশ্রয় দিচ্ছেন। এ ধরনের ক্ষমা দেশে আইনের শাসনকে বাধাগ্রস্ত করবে বলে মন্তব্য করেন তাঁরা। বিবৃতিতে অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। বিবৃতি দাতারা হলেন সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাাহিদুর রহমান, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক মোঃ শামছুল আলম সেলিম, মোহাম্মদ মাফরুহী সাত্তার টিটু প্রমুখ।