গণমাধ্যম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ

ইমদাদ হক
Published : 30 May 2012, 05:05 PM
Updated : 30 May 2012, 05:05 PM

বিডিনিউজসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর পুলিশ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে জাবিসাসের মানববন্ধন

সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসী হামলাসহ সারা দেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও বিচার দাবিতে কালো ব্যাজ ধারণ করে মানবন্ধন ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির সভাপতি সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এটিএম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ হক, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস, বাসসের সাঈদ জোনায়েদ, মানবজমিনের জাকারিয়া পলাশ প্রমুখ। বক্তারা অবিলম্বে সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।