অপরিকল্পিত আধুনিক নগরায়ন: উন্নয়নের নামে অর্থ অপচয়ের সামিল

ইমতিয়াজ
Published : 7 July 2011, 06:30 AM
Updated : 7 July 2011, 06:30 AM

যারা ক্ষমতায় আসে তারা মানুষের মৌলিক চাহিদার দিকে নজর না দিলে আধুনিক নগরায়নের প্রতি ভালই নজর দেন। এটা খারাপ নয়। তবে সমস্যা হচ্ছে সবকিছু হয় অপরিকল্পিতভাবে। উদাহরণ হিসেবে সারা দেশের শহরগুলোর পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কথা উল্লেখ করা যেতে পারে। গত দশ বছরে দেশের নগরায়নে অনেক উন্নতি সাধন করা হলেও জলাবদ্ধতা দূরীকরণের কোন ব্যবস্থাই নেয়া হয়নি। যার কারণে সামান্য বৃষ্টি হলেই শহরের রাস্তা পদ্মা, মেঘনা, যমুনা হয়ে যায়। গত দশ বছরে হাইরাইজ বিল্ডিং হয়েছে, শপিং মল হয়েছে, হয়েছে আরো নানা কিছু। কিন্তু হয়নি খুঁড়াখুঁড়ি বিহীন মসৃন রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা। আমাদের রাজশাহীতে প্রচুর টাকা ব্যয়ে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা অবশ্য হয়েছে তবে অনেক স্থানে বৃষ্টির পানি রাস্তায় থাকে, রাস্তা গড়িয়ে ড্রেনে যায় না। কারণ ড্রেন রাস্তা থেকে উঁচু। এখন পানি নিষ্কাশনের জন্য রাস্তা উঁচু করতে হবে। আধুনিকতার নামে ড্রেন তৈরী হলেও তা কাজে আসেনি পরিকল্পনার অভাবে। আয উন্নয়ন জনগণ ভোগ করতে পারে না তা অপচয় ছাড়া আর কী?