চৌরাস্তার জাগ্রত চৌরাঙ্গীর অবস্থা

ইমতি্য়াজ
Published : 16 May 2014, 05:55 AM
Updated : 16 May 2014, 05:55 AM

আমার বাড়ি গাজীপুর জেলায় , তবে আমি সবার কাছে এখানে অতিথির মত ।
অনেক বছর নিজ শহরের বাইরে থাকার সুফল বা কুফল বলা চলে ।

বেশ কিছুদিন ধরে একটা জিনিস খেয়ালে আসলো , গাজীপুরের চৌরাস্তায় যখন আসি তখনই তোখ পরে জাগ্রত চৌরাঙ্গীর দিকে ।
এক হাতে রাইফেল উচিয়ে অন্য হাতে গ্রেনেড নিয়ে বীরের মত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ।
এর সাথে আরো কিছু বিষয়ও চোখকে এড়ায় না , আর তা হলো এর চারপাশের অবস্থা ।

১। চারদিকে প্রকাশ্যে চলছে পশ্রাবের ধুম । কিন্তু কারো কোন আগ্রহ নেই তাতে ।
প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে দিক , তাতে তোমার আমার সমস্যা কোথায় ?

২। সন্ধ্যের পরে অবাধে দেহ ব্যবসা । দেহ ব্যবসায়ীরা যেন পশরা সাজিয়ে ব্যবসা চালাচ্ছে । কোন বাধা নেই তো নেই কোন চিন্তা । No চিন্তা Do ফূর্তি । তোমার ইচ্ছা হইছে তুমি যাও , যাইয়্যা কিছু টাকা দিয়া যা মন চায় তা কর , তাতে আমার বা তোমার কি ? কিচ্ছু না ।

৩। পোষ্টারে দেয়ালের ১২ টা বাঁজা । মানে হইলো , সিনেমা হলের সিনেমার পোষ্টার । নিজেকে সংযত রাখা খুব কষ্টের এই পোষ্টার দেইখ্যা । রগচটা পোষ্টার , বাকীটা আর নাই বলি প্রকাশ্যে ।

একটা কাজ করলে মন্দ হয় না ।
আর তা হলো , আমরা তো এই সব ব্যপার দেখেও না দেখার ভান করি , তাহলে জাগ্রত চৌরাঙ্গীকে আর জাগিয়ে রেখে লাভ কি । ভাল কোন ব্রেন্ড এর ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়া আর না হয় চোখে কালো চশমা পড়িয়ে দেয়া ।