উত্তরা থানা ‍ও পুলিশ: সমস্যার সমাধান কি পাব না…!

ইমতি্য়াজ
Published : 6 Feb 2012, 11:34 AM
Updated : 6 Feb 2012, 11:34 AM

আমি একদিন উত্তরা থানাতে যাই মোটরসাইকেল এর মামলা তোলার জন্য । থানাতে গিয়ে দেখি লম্বা লাইন , আমি সবার মত লাইনে দাঁড়ালাম , কিছুক্ষণ পর এক পুলিশ / ট্রাফিক পুলিশ আমার কাছে আসে,
আমাকে বলে ভিতরে আমার মোটর সাইকেল এর সব কাগজপত্র আছে এবং তার সাথে যেতে। আমি তার কথা মত ভিতরে যাই ।

আমার মামলার কাগজে ৩০০ টাকা জরিমানা করা ছিল । কাগজের জন্য আমি পুলিশকে ৫০০ টাকার নোট দেই, সে কিছুক্ষণ পর আমার কাছে এসে আমাকে ১০০ টাকা ফেরত দিল, আমি তার কাছে বাকী ১০০ টাকা ফেরত চাইলে সে আমাকে বলে , ১০০ টাকা নাকি তার টাকা ভাংতি করার charge । আমি আর কিছু না বলে চলে আসলাম ।

এই হল আমাদের দেশের পুলিশ এর অবস্থা । আমরা কি এর সমাধান পাব না …?

আমি জানি যে, আমি কথা গুলো সুন্দর করে বলতে পারি নাই । তাই সবার কাছে ক্ষমা চাচ্ছি !

(এটি আমার life এ প্রথম ব্লগ )