ডাক্তারী ব্যবসার শেষ কোথায়…?

ইমতি্য়াজ
Published : 7 Feb 2012, 03:11 AM
Updated : 7 Feb 2012, 03:11 AM

গত ১৮/১২/২০১১ ইং আমি আমার আব্বুকে নিয়ে হৃদরোগ ফাউন্ডেশন হাসপাতাল এ যাই এনজিওগ্রাম করানোর জন্য, ডাক্তার সব কিছুদেখার পর ২২/১২/২০১১ ইং এ সময় দিল । আব্বুর সিরিয়াল নাম্বার ছিল ১৪ , কিন্তু ল্যাবে গিয়ে দেখি ১৯ নাম্বার সিরিয়ালের এনজিওগ্রাম হচ্ছে । ওই দিন আমাদের আর কষ্ট করে দাড়িয়ে থাকতে হল না, শুধু বেডে ফিরে অপেক্ষা করতে হল আরো ৪ দিন ।
এর কারণ ছিল , কিছু রোগী টাকা দিয়ে সিরিয়াল ভেঙ্গে এনজিওগ্রাম করাচ্ছে । পরে জানতে পারলাম ডাক্তারদের assistant রা এই মহৎ কাজ করছে । কয়েকজন এর প্রতিবাদ করলেও কোন লাভ হল না , বরং হয়রানির স্বীকার হতে হল ।

ডাক্তারীর মত এক মহৎ কাজকে তারা টাকার বিনিময়ে বলি দিচ্ছে! এর শেষ কোথায় ?