রিক্সা ভাড়া সমস্যা

ইমতি্য়াজ
Published : 10 Feb 2012, 08:27 AM
Updated : 10 Feb 2012, 08:27 AM

বর্তমানে রিক্সাভাড়া নিয়ে ঝামেলায় জড়ায়নি এমন মানুষ খুজে পাওয়া খুবই বিড়ল । আমরা প্রায় প্রতিদিনই রিক্সা দিয়ে যাতায়াত করে থাকি । ইঞ্জিণ চালিত যানবাহনে মানুষের ভীড় এড়ানোর জন্য এই রিক্সার কোন বিকল্প নাই । আর এই সুযোগে রিক্সা চালকেরা তাদের খেয়াল-খুশি মত ভাড়া বাড়াচ্ছে । তারা ১০ টাকার ভাড়াতে নিচ্ছে ৩০ টাকা , বিভিন্ন অজুহাতে তারা ভাড়া বাড়াচ্ছে ।তাছাড়া কোন জায়গায় যাওয়ার জন্য যদি রিক্সা ঠিক করা হয় , যদি কোন কারণে আরো একটু সামনে নামাতে বলা হয়, তখন শুরু হয় ভাড়া নিয়ে টানাটানি । আজকাল প্রায় মানুষই এই ঝামেলার সম্মুখীন । এর থেকে কি মুক্তির কোন উপায় নেই ? দেশে এত এত আইন হচ্ছে , রিক্সা ভাড়া নিয়ে কি কোন আইন নেই?