ধূমপান নিয়ে কিছু কথা

ইমতি্য়াজ
Published : 11 Feb 2012, 06:43 AM
Updated : 11 Feb 2012, 06:43 AM

জনবহুল স্থানে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমাদের সামনে প্রতিদিন এই অপরাধ সংঘঠিত হচ্ছে। কেন হচ্ছে! আমরা যদি এই প্রশ্নে আসি , তাহলে বলব যে , আমাদের সচেতনতার অভাবে এটি হচ্ছে । আমরা যদি প্রত্যেকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আমার বিশ্বাস এই সমস্যা সমাধান সম্ভব । আরেকটি কথা , আপনারা যারা ধূমপান করেন তারা যদি এই ব্যপারে সামান্য সচেতন হন , তাহলে আমরা, যারা ধূমপান করি না তারা কৃতজ্ঞ থাকব ।

যাদের পক্ষে ধূমপান পরিত্যাগ করা সম্ভব নয় ,তারা ধূমপান করার সময় সিগারাটের ধূয়াটুকুও খেয়ে ফেলবেন , ধূয়াটুকু বাইরে ছাড়বেন না , আমাদের সুন্দর পরিবেশকে দূষিত করবেন না ।

" কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন "