বাড়ি ভাড়া না ছিনতাই

ইমতিয়াজ
Published : 5 Oct 2011, 11:56 AM
Updated : 5 Oct 2011, 11:56 AM

গত ২ বছরে যে পরিমাণ বাড়ীভাড়া বাড়ছে তাতে এটা ছিনতাই বলাই ভাল। সরকারের সব মন্ত্রী এমপির বাজারের খরচ বাড়ানোর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটকে দোষারোপ করে। কিন্তু আমাদের দেশের বাড়ি ওয়ালারা যদি আমাদেরকে মানুষ মনে করে ট্রিট করতো তাহলে হয়তো আমরা আরেকটু ভাল ভাবে লাইফ লিড করতে পারতাম। সরকার বলতে তো আসলে কিছু নাই। তাই সরকারের দৃষ্টির ঐ ব্যাপারে দৃষ্টি দেবে এমন আশা করিনা। কিন্তু সামাজিক ভাবে কী আমরা কিছু করতে পারিনা।

যার নিজের ১টা পুরো বাড়ি বানানোর সামর্থ আছে তার বাড়ি থেকেই যে সবচেয়ে বেশি ইনকাম হবে সেটা ভাবা বোকামি। যারা জব করেন তাদের বলছি ২বছর আগে ডলার ছিল ৬৪ টাকা করে আর এখন ৭৯ টাকা। তাই বেতন যদি ১৫ টাকাও বাড়ে গত ২ বছরে তাহলে আপনি আগের স্টেটাসেই আছেন আর না বাড়লে আপনার স্টেটাস অনেক নিচে নেমে গেছে। বেতন ১৫টাকা প্রতি ডলারে কজনেরেই বা বাড়ে?

তাই এই ঘুমন্ত টপিকটা আমরা জাগিয়ে তুলি এখনি otherwise we will suffer more because of us. NEVER BLAME ANYONE FOR YOUR IGNORANCE…..