ভোঁতা অনুভূতি

Published : 30 August 2015, 08:48 PM
Updated : 30 August 2015, 08:48 PM

আমি ছোটো বেলা থেকে হোস্টেলে বড় হয়েছি ৷ আমার জীবনে আমার পরিবার থেকে আমার বন্ধুবান্ধব শিক্ষক আর স্কুল কলেজের স্টাফ দের ভূমিকা কোনও অংশে কম নয়৷ এটা স্বীকার করতেই হয় বাবা মা এর ভূমিকা আছে, তবে আমি গভীর ভাবে অনুভব করি বাবা মা এর চেয়ে উনাদের ভূমিকা কোনও অংশে কম নয় ৷

আমি যেই স্কুলে পড়তাম সেখানে শাসন ছিল ভীষণ কড়া ৷ দৈনন্দিন জীবনের পদে পদে নিয়ম কানুন মেনে চলতে হত ৷ একটু হের ফের হলে ভীষণ শাস্তির ব্যবস্থা ছিল ৷ সে সব শাস্তি আর শাসন নিয়ে যদি আজ লিখতে বসি তাহলে রাত পার হয়ে যাবে ৷ কিন্তু সেই বিবরণ শেষ হবে না ৷ তাই আমি সে দিকে যাব ও না ৷ যে জন্য এই কথা গুলো বললাম তার কারন হল তখন না বুঝলেও এখন বুঝি সেই শাসন গুলোর মূল্য ৷ জীবনের বিভিন্ন বাকে সেই শাসন গুলো যখন উতরে দেয় ৷ তখন মুচকি হাসি আর সৃষ্টিকর্তার কাছে সেই সব শিক্ষকদের ধন্যবাদ দেই যারা যাদের জন্য আজকের আমি , আমি হতে পেরেছি ৷

আমি আজ আসলে এই কথা গুলো ও বলতে আসি নাই ৷ এই কথা গুলো বললাম ৷ একটি জিনিস তুলে ধরতে আর তা হল , আজ আমি আপনি যে যেখানেই আছি সফলতার একটা বিরাট অংশের দাবিদার হচ্ছে আমাদের শিক্ষকেরা ৷ আর আজ যখন দেখলাম সেই শিক্ষকদের উপর একদল উন্মাদ ঝাঁপিয়ে পড়েছে তখন বাক শক্তি হারিয়েছি, মনে হয়েছে যেন মাটির সাথে মিশে যাই ৷

এক এক জন মানুষ দুঃখ কষ্ট এক এক ভাবে সামলে নেয় ৷ আজকাল আমি সংবাদ পত্রগুলো স্বেচ্ছায় এড়িয়ে চলি ৷ এটি হতাশা দুঃখ কষ্ট এড়িয়ে চলবার ব্যর্থ প্রয়াস৷ কিন্তু যেহেতু আমি সামাজিক জীব তাই কালে ভাদ্রে কিছু কিছু সংবাদ চোখে পড়ে ৷ আজকে দুপুর টা ও তেমন একটি দিন ৷ Facebook এর news feed এ আজকের দুঃখ জনক সংবাদটি দেখে নিজেকে সামলাতে পারিনি ৷ আগেই বলে রাখি ৷ শাহজালাল বিশ্ববিদ্যালয় এ কেন শিক্ষকরা অবস্থান করছিলেন আমি জানি না ৷ তবে এতটুকু বলতে পারি শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার যেখানে বলেছে শিক্ষকদের এই আন্দোলনে তার পূর্ণ সমর্থন আছে ৷ সেটা যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ন্যায্য আন্দোলন তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই ৷

আমি এখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ পড়ি ৷ আমাদের ক্লাসে একজন শিক্ষক একদিন বলেছিলেন আমাদের অনুভূতি গুলো দিন দিন ভোতা হয়ে যাচ্ছে ৷ আমরা রাস্তা দিয়ে হেটে যাচ্ছি, কেউ একজন বাসে আগুন ধরিয়ে দিয়ে চলে গেল আমরা দিব্বি এক ঝলক উকি দিয়ে নিজের মত চলে যাচ্ছি ৷ উনার কথা টি আমার অনুভূতিতে ভীষণ নাড়া দিয়েছিল ৷ বেশ কয়েক রাত আমার ঘুম হয় নাই ৷ আমি ভেবেছি লজ্জায় আমার মাথা নুয়ে গিয়েছিল ৷ আজ শাহজালাল বিশ্ববিদ্যালয় এ যা ঘটল সেটিও একই সূত্রে গাঁথা ৷

আজ যখন একটু সুখের আশায় আমাদের দেশের খেটে খাওয়া মানুষ গুলো জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, আর তা করতে যেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ছে তখন জাফর sir এর তার সহধর্মী-নির মত সাহসী মানুষ গুলো এই দেশের কথা চিন্তা করে দেশে ফিরে এসেছেন ৷ এই শিক্ষক রা চাইলে অনেক আরামে দেশের বাইরে অনেক promising কাজ করতে পারতেন ৷ একবার নিজের কাছে প্রশ্ন করি৷ কত টা আত্মত্যাগ স্বীকার করলে উনাদের মত মানুষ তাদের পরিবার এর কথা চিন্তা না করে দেশের জন্যে ফিরে এসেছেন ৷ দুঃখের বিষয় যাদের জন্য উনারা এই আত্মত্যাগ তারাই আজ কি নির্মম ভাবে মারধর করল ৷

জয় বাংলা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা ৷ আমাদের চেতনার শক্তি ৷ আর আজ কি দুঃখের সাথে লক্ষ করা গেল সেই জয় বাংলা বলে শ্রদ্ধেয় শিক্ষকদের উপর ঝাঁপিয়ে পড়তে ৷ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কারো নিজস্ব সম্পত্তি নয় ৷ প্রতিটি বাঙ্গালীর অধিকার ৷ এর সম্মান ভূলন্ঠিত করার অধিকার কারো নেই ৷

ছোটো বেলা থেকে শুনেছি বাঙ্গালী জাতি বীর এর জাতি ৷ আজকে আমাদের শিক্ষকদের উপর যে ভাবে আক্রমণ করা হল তা কি বীরের পরিচয় দেয় ? বিশ্ববিদ্যালয়টি তে কি একজন ছাত্র ও ছিল না যে এর প্রতিবাদ করতে পারত ? কি লজ্জা ! ছাত্র হিসেবে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে ৷ মাতা পিতা তুল্য শিক্ষক শিক্ষিকার উপর অত্যাচার করা হল আর একজন উপাচার্য বললেন ছাত্ররা শিক্ষার পরিবেশ সৃষ্টি করেছে ! Seriously ? আপনি কি নিজের কানে শুনেছেন আপনি কি বলছেন ? আপনার কি নূর্নতম আত্মসম্মান নাই ? সত্যই আমাদের অনুভূতি গুলো আমরা হারিয়ে ফেলেছি ৷

আমি একজন অতি সাধারণ মানুষ ৷ আমার জাফর স্যারের সাথে দেখা করার মত যোগ্যতা নাই ৷ তবে জাফর স্যারকে যদি আমি কখনো সামনে পেতাম কিছুক্ষণের জন্যে হলেও উনাকে জড়িয়ে ধরতাম ৷ তাকে বলতাম স্যার আপনি অনেক দিয়েছেন ৷ আপনি পুরো বাংলাদেশের ৷ আপনি শুধু একটি মাত্র বিশ্ববিদ্যালয় এর নয় ৷ আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় যাদের জন্য ব্যয় করছেন তারা কি আপনার মূল্য বুঝতে পেরেছে? আমি জানি আপনি শিক্ষকতা পছন্দ করেন ৷ কিন্তু আমরা যারা শাহজালাল বিশ্ববিদ্যালয় এ পড়ি না আমাদের কথা কি আপনি ভাববেন না ? আপনি আপনার সৃষ্টি দিয়ে আমাদের আলোকিত করুন৷ উদ্বুদ্ধ করুন ৷ জাতি হিসেবে আমরা অনেক দিকেই পিছিয়ে আছি৷ আমাদের সম্পদের টানা পোড়ন আছে ৷অনেক সমস্যায় আমরা জর্জরিত৷ আমাদের জ্ঞান বিজ্ঞান এর প্রসার ভীষণ প্রয়োজন আছে ৷ কিন্তু তার চেয়ে ও দরকার ভাল মানুষ হওয়া আপনি চাইলে আপনার সৃষ্টির মাধ্যমে আপনি আমাদের ভোতা হয়ে যাওয়া অনুভূতি গুলোতে আলোড়ন সৃষ্টি করতে পারেন৷ আমাদের কথা একবার ভেবে দেখবেন কি ?