আমাদের বই মেলা

স্বাধীন আমি
Published : 2 Feb 2013, 05:53 PM
Updated : 2 Feb 2013, 05:53 PM

আমদের অনেক উৎসবের মাঝে একটি উৎসব বছরের ফেব্রুয়ারি মাস এই মাস এলেই আমাদের হাতে অনেক টাকার দরকার হয় অনেক ধনী হতে ইচ্ছে হয় শুধু মাত্র এই মাসটির জন্য । কিন্তু কেন এই মাসেই হতে হবে? তার পিছনে রয়েছে বিরল কাহিনী, পৃথিবীর অন্য কোন দেশে এমন নজির নেই যে দেশে ভাষার জন্য মানুষ তার জীবন বিলিয়ে দিয়েছে। সে সব মানুষদের স্মরণ করতে এখন বাংলাদেশের প্রায় থানায় ৭ দিন ১০ দিন ১৫ দিন ১ মাস ব্যাপী বই মেলার আয়োজন করা হয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর ছেলে মেয়েরা এবং বিভিন্ন পেশার মানুষ মেলায় ভিড় করে বই কেনের জন্য। আবার যারা লেখালেখি করে তারাও এই মাসের জন্য অপেক্ষা করে। দু-একটি বই পাঠকদের জন্য প্রকাশ করা। আমাদের প্রত্যাশা যেন আমাদের এই সংস্কৃতি হারিয়ে যেন না ফেলি।