বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বাস ভাড়াকে কেন্দ্র করে বাস ভাংচুর, পুলিশের লাঠিচার্জ আহত ২৫, গ্রেফতার ২০

ইসফাকুল আলম
Published : 1 April 2012, 11:24 AM
Updated : 1 April 2012, 11:24 AM

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ সকাল ১০ঠায় ছালছাবিল বাসে এক ছাত্রের ভাড়া নেয়াকে কেন্দ্র করে ছাত্ররা গাড়ি ভাংচুর করেছে । এ ঘটনায় পুলিশের সাথে সংগর্ষ হয় ছাত্রদের । এতে ২৫ ছাত্র আহত ও ২০ ছাত্র গ্রেফতার হয় ।বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মুখ থেকে শুনা যায় যে সকাল ১০টায় ছালছাবিল গাড়িতে বাংলাদেশ ইসলামী ইউনিভাসিটির এক ছাত্রের কাছ থেকে ভাড়া নেয়াকে কেন্দ্র করে রাস্তায় শত শত ছাত্র নেমে আসে ।এক পর্যায়ে ছাত্ররা গাড়ী ভাংচুর করা শুরু করে । পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে। কিন্তু অন্যদিকে ছাত্ররা মিছিল দিতে শুরু করে । এক পর্যায়ে পুলিশ দুই ছাত্রকে গ্রেপ্তার করে । পরে ছাত্ররা একপর্যায়ে আবারো মিছিল শুরু করে । একপর্যায়ে পুলিশ গ্রেপ্তারকৃত দুই ছাত্রকে ছেড়ে দেয় । কিছুক্ষণ পর ছাত্ররা আবার মিছিল করতে শুরু করে । এক পর্যায়ে পুলিশ ছাত্রদের উপর লাঠিচার্জ শুরু করে এতে কমপক্ষে ২৫ ছাত্র আহত হয় । একপর্যায়ে ছাত্ররা পুলিশের বাধাকে উপেক্ষা করেই তারা রাস্তায় নেমে আসে এবং রাজধানীর মানিকনগর বিশ্বরোড থেকে শুরু করে গোলাপবাগ পর্যন্ত গাড়ি ভাংচুর করে । এতে সাধারন মানুষ থেকে শুরু করে অনেক বাসচালক আহত হয় । এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ২০ ছাত্রকে গ্রেফতার করেছে ।