স্বাধীনতার ঘোষকের ইতিহাস

জে জিয়া
Published : 26 March 2011, 04:38 AM
Updated : 26 March 2011, 04:38 AM

১৯৭১ সালের ২৫ শে মাচ কি ঘটেছিল আমরা তা কম বেশি জানি কিন্তু ঐ রাতেই ঘটেছিল আর এক ইতিহাস তা নিয়ে এখনো বিতৃক চলছে ভবিষ্যৎ প্রজন্মরা এখন জানে না এর সমাধান। আমরা সাধারণত জানি ২৫ শে মাচ মধ্যরাতে ঢাকা নগরিতে ঘটেছিল বিশ্বের ভয়াবহ হত্যাকান্ড। যে হত্যাকান্ড ঘটিয়ে ছিল পাকিস্তানের নর পশুরা। নিরপরাধ নারী পুরুষ বৃদ্ধ শিশুরা ঘুমিয়ে ছিল আর ঐ সময় পাকিস্তানের নরপশুরা চালায় গন হত্যা। যে যেখানে ছিল সেখানেই নিহত হয়েছে। এই ইতিহাস আমরা তা জানি কিন্তু বিতৃক হচ্ছে ২৫ শে মাচ স্বাধীনতা ঘোষনা নাকি ২৭ শে মাচ স্বাধীনতা ঘোষনা। ২৫ শে মাচ রাতে বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমান গ্রেফতার হয় পাকিস্তানিদের হাতে আর ঐ সময় তিনি স্বাধীনতা ঘোষনা করেন । আর ২৭ মাচ সন্ধ্য ৭.৪০ মিনিটে মেজর জিয়াউর রহমান আনুষ্ঠানিক ঘোষনা করেন। আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধু সেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনা করেন আর বিএনপি বলে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা করেন কিন্তু সঠিক ইতিহাস কেঊ বলে না । ৫ বছর পর পর বাংলাদেশে রাজনীতি পরির্বতন অবশ্যই হবে কারন অনেক দিন যাবত তাই হয়ে আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তাদের নেতাকে নিয়ে নাচানাচি করে আর বিএনপি ক্ষমতায় থেকে তাদের নেতাকে নিয়ে নাচানাচি করে এটাই এখন স্বাভাবিক নিয়ম হয়ে গেছে। কেউ যদি জানতে চায় স্বাধীনতার ঘোষক কে তাহলে উত্তর দেওয়ার আগে আমাদের জানতে হবে এখন ক্ষমতায় কে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে তাদের নেতার নাম বলতে হবে আর যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে তাদের নেতার নাম বলতে হবে এই হচ্ছে আমাদের রাজনীতি এবং স্বাধীনতার ঘোষকের ইতিহাস ।