বিশ্ব বন্ধু দিবসে শান্তির আহবান

জে জিয়া
Published : 7 August 2011, 06:55 AM
Updated : 7 August 2011, 06:55 AM

একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে এক সাথে সে হলো বন্ধু …..বন্ধু আমার। এই বাংলা গানের মতই সবাই কে আপন বন্ধু ভেবে বিশ্ব বন্ধু দিবসের শুভেচ্ছা।

বিশ্ব বন্ধু দিবস আজ। আগষ্টের প্রথম রবিবার সারা বিশ্বে বন্ধু দিবস হিসাবে পালন হয়ে আসছে। ভালবাসার প্রিয় মানুষটি যেমন বন্ধু হতে পারে তেমনি বাবা মা তাদের সন্তানদের আপন বন্ধু মনে করতে পারে। আর এতে সন্তানদের মধ্য বাবা মার যে দুরত্ব থাকে তা কমে যায়। এতে পরিবারে শান্তি নেমে আসে। সন্তানেরাও বাবা-মাকে আপন বন্ধু মনে করতে পারে। সন্তান ও পিতা মাতার অকৃত্রিম সম্পর্কের গভীরে রয়েছে বন্ধুতের নিবিড় ছোঁয়া। প্রিয়তমা স্ত্রী ও প্রিয়তমা স্বামী যেমন একে অপরের বন্ধু হতে পারে তেমন আমরা শিক্ষক ও ছাত্রছাত্রীরা একে অপরের ভাল বন্ধ হতে পারি আর এতে করে আমাদের সমাজে অসামাজিক ঘটনা বন্ধ হতে পারে। আমরা সবাইকে যদি বন্ধুত্ব হিসাবে দেখি তাহলে আমাদের মধ্য যে দুরত্ব বিরাজ করছে তা কমে আসবে। রাজনীতিবিদেরা যদি বন্ধুত্ব ভাব নিয়ে একে অপরের দিকে সংলাপের এগিয়ে আসে তাহলে বিরাজমান সংকট হয়তো সামনে দুর হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া যদি একে অপরকে বন্ধু মনে করে এগিয়ে আসতো আহলে আমাদের দেশের যে আজ অবস্থা তা হয়তো থাকতো না। আমরা চায় সবাই একে অপরকে বন্ধু ভেবে কাছে টেনে নিক যাতে আমাদের মনে যে রাগ ঘষা হিংসা বিভেদ আছে তা দুর হবে। তাই বিশ্ব বন্ধু দিবসে শান্তির আহবান রইলো সবাই জন্য! যাতে আমরা বন্ধু একে অপরকে ভাবতে পারি এবং আমাদের দেশ আমরা বন্ধুত্ব ভাব নিয়ে গড়তে পারি।