এত হিংসা কেন আমাদের মাঝে!

জে জিয়া
Published : 2 March 2011, 05:51 AM
Updated : 2 March 2011, 05:51 AM

আমরা এত কেন হিংসা করি। কেই ভাল কাজ করতে চাইলে ওখানে খারাপ ভাবি। আবার না করতে চাইলে তার দোষ ধরি । নাকি আমরা জাতি হিসাবে খারাপ । আমরা ভাল হবো কবে ! স্বাধীনতার ৪০ বছর পার হয়ে গেল তবু আমরা এক জাতি হতে পারলাম না । আর কবে সবাই এক হবে সবাই মিলে দেশটাকে উন্নত করবে । আমাদের দেশের কতিপয় মানুষ চায় আমরা সবসময় বিদেশীদের তাবেদারী করি আর তাইতো যখন কোন দেশীয় প্রতিষ্ঠান কোন মহত কাজে এগিয়ে আসে তখন তাকে বাধা দিতে উঠেপরে লাগি। ইসলামী ব্যাংক যখন বিশ্বকাপে হাত বাড়িয়ে দিয়েছে তখন কতিপয় মানুষ তা ভাল চোখে দেখছে না । এতে করে আর কোন দেশীয় প্রতিষ্ঠান কোন কাজে অগ্রসর হবে না ।ফলে আমাদের ধরনা দিতে হবে বিদেশী প্রতিষ্ঠানের কাছে আর তখন তার যার বলবে তাই শুনতে হবে । এতে কি আমরা লাভবান হবো? নাকি হিংসা ভুলে এক কাতারে দাড়াবো?