একজন লেখকের ৯ মাস কারাবাস এবং আমাদের স্বাধীনতা

জে জিয়া
Published : 17 March 2011, 10:21 AM
Updated : 17 March 2011, 10:21 AM

বাংলাদেশ বড় বিচিত্র দেশ এখানে সব কিছুই করা সম্ভব। একদিকে স্বাধীনতা কথা বলি অন্য দিকে স্বাধীনতার গলা চেপে ধরি। আমরা সব স্বার্থপর মানুষ। কেউ যখন আমাদের গোলামী করে আমরা তখন তার পক্ষে কথা বলি আর যখন সে আমার বিপক্ষে সঠিক কথা বলে তখন তার কণ্ঠ চেপে ধরি।

মাহমুদুর রহমান একজন লেখক। নয় মাস আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি সরকারের বিপক্ষে কথা বলায়। বের হলেন আজ! জেল খেটেছেন দীর্ঘ ৯ মাস। আমরা ৯ মাসে স্বাধীন করেছি একটি দেশ, পেয়েছি লাল সবুজ পতাকা। মাহমুদুর রহমান কি আর একটি ৯ মাসে আমাদের মত লেখকের মত প্রকাশের স্বাধীনতার নতুন এক দেশ এনেছেন?

যেখানে থাকবে না ঐ স্বাধীনতা যে স্বাধীনতা নিয়ে কবি আক্ষেপ করে বলেছেন – ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনেছি শালার স্বাধীনতা" ৯ মাসের কারাভোগের মাধ্যমে আসুক একটি নতুন দেশ – যে দেশ নিয়ে আর যে কোন কবি এ রকম কবিতা না লেখে। চাই মত প্রকাশের স্বাধীনতা । চাই সবাই মুক্ত পাখির মত কথা বলার অধিকার ।