জাগ্রত জনতার মুখপত্র নিয়ে আমরা আসছি

জাগ্রত চৌরঙ্গি
Published : 10 Nov 2012, 03:29 PM
Updated : 10 Nov 2012, 03:29 PM

জাগ্রত চৌরঙ্গি মুলত এমন একটি সাপ্তাহিক অনলাইন পত্রিকা –

যে পত্রিকাকে জাগ্রত জনতার মুখপত্র অথবা মানবাধিকার মুখপত্রও বলা যায় ।

জাগ্রত চৌরঙ্গি সকল প্রকার মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, সন্ত্রাস, হত্যা, গুম ও দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা ও ঐক্য তৈরী করতে সদা জাগ্রত।

আমাদের কৈফিয়ত:

# মানবাধিকার আন্দোলনের সাথে জড়িত মানবাধিকারকর্মীরা যারা পেশাগত দায়িত্ব পালনকালে প্রতিনিয়ত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে রাজনৈতিক দলের নেতা-কর্মী বা আইন-শৃংখলা রক্ষাকারী বাহীনি কর্তৃক হত্যা, হত্যার হুমকি, শারীরিক আক্রমন, হত্যার উদ্দেশ্যে শারীরিক আক্রমন, মিথ্যা মামলায় জড়ানো, গ্রেফতার, লাঞ্ছনা, হয়রানী ইত্যাদির শিকার হচ্ছেন তাদের পক্ষে আমরা কথা বলতে চাই।
# আমরা বাংলাদেশের সকল মানবতাবাদী ব্যাক্তি, সংগঠন, সাংবাদিক, আইনজীবীদের এক কাতারে এনে মানুষ ও মানবতার সেবায় কাজ করতে আগ্রহী।
# বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর সংবাদ প্রচার করতেও আমরা ইচ্ছা পোষন করি।
# নির্যাতিত সাংবাদিকদের পক্ষে আমরা সদা জাগ্রত থাকবো।
# যেসকল ব্যাক্তি, গোষ্ঠী অথবা রাজনৈতিকদল সন্ত্রাস, হত্যা, গুম, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান তাদের পাশেও আমরা দাড়াতে চাই।

# আমরা কোন রাষ্ট্রের, কোন রাজনৈতিক দলের অথবা বিশেষ কোন ব্যাক্তির মদদপুষ্ট মোসাহেব নই ।

২০১৩ সালের ১লা জানুয়ারী আমরা আমাদের অনলাইন সাপ্তাহিক পত্রিকা জাগ্রত চৌরঙ্গির মুল ওয়েবসাইটটি প্রকাশ করবো । আর ২০১৩ সালের ২১শে ফেব্রুয়ারীতে চালু করবো রেডিও জাগ্রত চৌরঙ্গি নামে একটি অনলাইন রেডিও ।

বিডিনিউজ ২৪ ডটকমকে অনেক অনেক ধন্যবাদ । কারন আপনাদের কাছ থেকেই আমরা উৎসাহিত হয়েছি