বছিলা ওয়াশপুর কাশবন

জাহিদ খন্দকার সুমন
Published : 14 Oct 2017, 01:51 AM
Updated : 14 Oct 2017, 01:51 AM

একটি সুন্দর বিকেল কাটাতে যেতে পারেন শহীদ বুদ্ধিজীবী সেতু 'বছিলা ওয়াশপুর কাশবনে' প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি। প্রতিদিনই তরুণ-তরুণীরা এখানে ঘুরতে আসেন। এখানে দেখতে পাবেন নদীতে মাছ ধরার দৃশ্য, কাশবন এবং স্বচ্ছ পানি।

https://www.youtube.com/watch?v=WXaDWGUHKHQ

যেভাবে ভ্রমণ করবেন:

ঢাকার যে কোন স্থান থেকে চলে আসবেন মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা। সেখান থেকে লোকাল CNG করে তিনরাস্তা থেকে আটিবাজার ভাড়া ১০ টাকা, আর রিজার্ভ ভাড়া ৫০ টাকা। আপনি বছিলা ব্রিজ পার হওয়ার পরই নেমে যাবেন। ব্রিজের নিচের দিকে নামার রাস্তা ধরে চলে যাবেন সোজা নদীর তীরে। সেখানে দেখতে পাবেন নৌকা দড়িয়ে থাকে। প্রতি ঘন্টা ১৫০-২০০ টাকা। একটু দর দাম করে নিলে ১০০ টাকায় ১ ঘন্টা ঘুরে এই প্রাকিৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন পানি অনেক বেশী এবং স্বচ্ছ। প্রস্ততি থাকলে ছেলেরা গোসল করতেও পারবেন।