গোলাপ গ্রাম ভ্রমণ গাইডলাইন

জাহিদ খন্দকার সুমন
Published : 15 Oct 2017, 04:05 AM
Updated : 15 Oct 2017, 04:05 AM

গোলাপ গ্রাম নামে পরিচিত গ্রামটির নাম শাদুল্লাপুর। এটি যেন একটি গোলাপের রাজ্য, ফুল কাটা, পরিচর্যা করা যেন সকাল থেকে সন্ধা পর্যন্ত চলতেই থাকে। প্রতিদিনই তরুন তরুনীরা এই গোলাপ গ্রামে ঘুরতে আসেন। যেকোন ছুটির দিনে ঘুরে আসতে পারেন এই গোলাপ গ্রামে।

যেভাবে যাবেন:

ঢাকার যেকোন স্থান থেকে চলে যাবেন মিরপুর-১
সেখান থেকে একটি রিক্সা ভাড়া করে চলে যাবেন দিয়াবাড়ি ঘাটে, রিক্সা ভাড়া ২৫-৩০ টাকা।
দিয়াবাড়ি টু সাদুল্লাপুর ট্রলার পাওয়া যায়, জন প্রতি ২০ টাকা।
আপনি চাইলে রিজার্ভ নৌকা বা ট্রলার পাবেন।
সাদুল্লাপুর ঘাট থেকে অটো রিক্সায় করে চলে যাবেন শ্যামপুর, সেখানেই মুলত গোলাপের আবাদি বেশী।
রিজার্ভ অটো ভাড়া ৭০-৮০ টাকা।
এবার এদিক ওদিক তাকালেই দেখবেন গোলাপের বাগান আর বাগান।
তবে বাসায় ফেরার কথাটা মাথায় রাখবেন, কারন সন্ধা ৬টার পর সাদুল্লাপুর ঘাট থেকে কোন ট্রলার ছাড়েনা।
আমাদের শুটিং শেষ করতে করতে রাত ৮টা বেজে গেছিল, তাই আমরা বিকল্প রাস্তায় অনেক ঘুরে আসতে হয়েছে।
পুরো ভিডিওটিতে আমরা চেষ্টা করেছি গোলাপ গ্রামকে তুলে ধরতে।
ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো।
আরো ভিডিও দেখতে আমাদের Youtube Channel ঘুরে আসতে পারেন।
https://youtu.be/ahHo7HO0Ffk