জাতীয় নির্বাচন প্রধান বিরোধী দলের অধীনে চাই

জালাল উদদিন
Published : 3 Dec 2012, 02:32 PM
Updated : 3 Dec 2012, 02:32 PM

আমরা জনগণ পাচ বছর পরপর কাদের অধীনে (যারা মাত্র তিন মাসের জন্য একটা সুষ্ঠু নির্বাচন কার্য পরিচালনা করবেন) নির্বাচন করব তা নিয়ে জাতির চোখে ঘুম হারাম হয়ে গেছে। সাংবিধানিক অসাংবিধানিক বিতর্কে আমরা প্রতিনিয়ত গোলটেবিল রাজপথ টিভি টকশোতে মুখ দিয়ে ফেনা তুলছি , দেশে যেন এর চাইতে বড় কোনও সমস্যা আর নাই, আমরা কাকে সুষ্ঠু নির্বাচন এর মাধ্যমে নির্বাচিত করে প্রিয় মাতৃভূমি পরিচালনার দায়িত্ব দিব। পৃথিবীর সম্ভবত আমরাই একমাত্র দেশ যারা শুধু মাত্র নির্বাচন কিভাবে কোন মাধ্যমে করব তাতে ঘুরপাক খাচ্ছি। আমাদের সরকারী দল বিরোধী দলের প্রতি কিংবা বিরোধী দল সরকারী দলের প্রতি পূর্ণ আস্থাশীল নই। ফলে সাংবিধানিক জটিলতা ব্যতিরেকে একটি সহজ অথচ জটিল একটি সমাধান হল দেশ পাঁচ বছর পরিচালনা করবে সরকারি দল কিন্তু মেয়াদ পূর্তি শেষে সর্বোচ্চ তিন মাসের মধ্যে সুষ্ঠু গ্রহণ যোগ্য একটি নির্বাচন করবেন দেশের বিরোধী দল। এরজন্য জাতীয় সংসদে প্রয়োজনীয় সংশোধণী এনে নির্বাচন সংক্রান্ত জটিলতা থেকে জাতির অধিকাংশ জনগণকে শান্তি দিন ।