এবারের ঈদে আপনি কী কোরবানি দিবেন?

জামাল হোসেন সেলিম
Published : 5 Oct 2014, 12:19 PM
Updated : 5 Oct 2014, 12:19 PM

ভাতিজা জিজ্ঞেস করে চাচাকে, চাচা এবারের ঈদে আপনি কী কোরবানী দিবেন? চাচা বলেন, দুইখান খাসী। তুমার চাচী আবার গরু খায়না তো?

ভাতিজা তুমি কি কোরবানী দিবা? ভাতিজা বুক ফুলিয়ে বলে, চাচা এক লাখ আশি হাজার টাকায় ষাঁড় কিনাইছি একখান। আগামী পরশু আইয়া পৌঁছবো দেইখেন।

প্রতি কোরবানীর ঈদে (ঈদুল আযহা) এ এক কমন চিত্র।

আমার প্রশ্ন, আল্লাহ্‌ কি গরু, খাসী, ভেড়া খান? না চান?

আল্লাহ্‌ আমাদের মন দেখেন। অন্তরের পরীক্ষা নেন এই কোরবানির মাধ্যমে।

আমার আফসোস, কেহ বলে না, আমি এবার আমার অহংকার কোরবানী দিব। আমার লোভ, আমার হিংসাকে কোরবানী দিব। আমার প্রতিশোধ স্পৃহাকে কোরবানী দিব।

ত্যাগের মহীমায় ঊজ্জ্বল হোক সবার অন্তর। এই কামনায় সকলকে জানাই ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।