আজ বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে রোড পেইন্টিং করতে যাচ্ছি আমরা

জুয়েল এ রব
Published : 27 April 2012, 00:55 AM
Updated : 27 April 2012, 00:55 AM

সাগর-রুনি হত্যার প্রতিবাদে রঞ্জিত হবে প্রান্তর। আজ বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে রোড পেইন্টিং করতে যাচ্ছি আমরা ব্লগাররা।

সাগর -রুনি খুনের দীর্ঘদিন অতিবাহিত হলেও সেই রহস্য উত্‍ঘাটনের কোনও আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি,৪৮ ঘণ্টা কবে শেষ হবে বা কবে থেকে শুরু হবে তাও জানার কোনও উপায় নেই। অজ্ঞাত কারণে হলুদ সাংবাদিকতা গোটা জাতি কে করেছে প্রশ্নবিদ্ধ। তাই একটিবার নিজেকে প্রশ্ন টা করে দেখুন আসলেই আমরা কতটুকু স্বাধীন? নাগরিক, মানবিক অধিকার এর জায়গা থেকে আপনি আমি আমরা কতটুকু সোচ্চার? আজ আপনার আমার সাথে অমনটা হলে কি চুপচাপ বসে থাকতাম? আসলে আমরা আর কতদিন কাঠের পুতুল হয়ে বসে থাকবো??? চোখের সামনে আজ মানুষ খুন হচ্ছে!! অথচ আমরা নির্বাক দর্শক! মানবিক মূল্যবোধ আজ আমাদের আর নাড়া দেয়না!!! সবাইকে বিনীত অনুরোধ করছি আসুন একবার অন্তত কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। একবার অন্তত সমস্বরে বলি, আমরা ন্যায় এর পক্ষে,আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। সকল মানবাধিকার বিরোধী অপরাধ বন্ধ হোক। অপেক্ষায় থাকবো আপনাদের প্রত্যেক এর, অপেক্ষায় থাকবো একজন বন্ধুর।