আউটসোর্সিং এ সফটওয়্যার টেষ্টিং: বাংলাদেশিদের প্রচুর সম্ভাবনা

জুয়েল ইউএসএ
Published : 27 Jan 2015, 06:25 PM
Updated : 27 Jan 2015, 06:25 PM

আউটসোর্সিং বা অনলাইনে যারা বাংলাদেশ থেকে কাজ করছেন তাঁরা অবশ্যই সন্দেহাতীতভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় একটা মাধ্যম। বাংলাদেশীরা বিশেষ করে তথ্য প্রযুক্তির বিভিন্ন ফিল্ডে কাজ করছেন তবে সফট্ওয়্যার টেষ্টিং এ এখন্ও অনেক পিছিয়ে বাংলাদেশীরা। অনলাইনে কাজের অন্যতম মাধ্যম ইল্যান্স বা ওডেস্কে অনুসন্ধান করে খুব কম সংখ্যক বাংলাদেশীকে এই ফিল্ডে পা্ওয়া যায়। প্রয়োজনীয় প্রশিক্ষন নিয়ে যে কেউ সফট্ওয়্যার টেষ্টিং এ কাজ শুরু করতে পারেন। তুলনামূলকভাবে এই কাজে পারিশ্রমিক বেশী। কিভাবে ফ্রি প্রশিক্ষন নিবেন এবং সফট্ওয়্যার টেষ্টিং কি ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করবো।


সফট্ওয়্যার টেষ্টিং মূলত দুই ধরনের ১) ম্যানুয়েল এবং ২) অটোমেশন। যেহেতু অনলাইনে অটোমেশনের কাজ পা্ওয়ার সম্ভাবনা বেশী সেহেতু আলোচনা অটোমেশেনের মধ্যেই সীমাবদ্ধ রাখবো আজকে।
অটোমেশন টেষ্টিং আবার দুই ধরনের ১) ফাংশনাল এবং ২) পারফরমেন্স টেষ্টিং। ফাংশনাল টেষ্টিং এর জন্য অনেক ধরনের টুল বা সফট্ওয়্যার ব্যবহৃত হয় তবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে 1) HP UFT/QTP এবং 2) Selenium।

HP UFT/QTP একটি লাইসেন্স সফট্ওয়্যার যা কিনতে হয়। কিন্তু HP এর সাইট থেকে আপনি এটার ট্রায়াল ভার্সন এক মাসের জন্য ব্যবহার করতে পারেন।ফ্রি ডাউনলোডের জন্য

নীচের লিংঙ্ক ব্যবহার করুন:Free Unified Functional Testing (UFT) Download Link

HP UFT/QTP এর ফ্রি ট্রেনিং সাইট: Training Link এবং এই সংক্রান্ত ফেসবুক গ্রুপ্ওে যোগ দিয়ে শিখতে পারেন: Group Link

Selenium একটি ফ্রি সফট্ওয়্যার এর ফ্রি ট্রেনিং সাইট: Selenium Training Link এবং এই সংক্রান্ত ফেসবুক গ্রুপ্ওে যোগ দিয়ে শিখতে পারেন: Group Link

পারফরমেন্স টেষ্টিং এর জন্য অনেক ধরনের টুল বা সফট্ওয়্যার ব্যবহৃত হয় তবে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে 1) HP LoadRunner এবং 2) Apache JMeter।

HP LoadRunner এর ফ্রি ট্রেনিং সাইট: LoadRunner Training Link এবং এই সংক্রান্ত ফেসবুক গ্রুপ্ওে যোগ দিয়ে শিখতে পারেন: Group Link

Apache JMeter একটি ফ্রি সফট্ওয়্যার এর ফ্রি ট্রেনিং সাইট: JMeter Training Link এবং এই সংক্রান্ত ফেসবুক গ্রুপ্ওে যোগ দিয়ে শিখতে পারেন: Group Link

এছাড়া্ও আরো বেশকিছু সফট্ওয়্যার টেষ্টিং ফিল্ড আছে সেগুলো পরবর্তী পোষ্টে আলোচনা করবো। সকল সফট্ওয়্যার টেষ্টিং এর ধারনা নিতে ভিজিট করুন:

All Software Testing Tutorial এবং Facebook Page Software Testing Tutorial.
এই লেখাতে যদি কারো সামান্য উপকার হয় তবে লেখাটি সার্থক বলে গন্য হবে।