নর্থ বেঙ্গল ফাউন্ডেশন আবারো এগিয়ে এলো আর্তমানবতার সেবায়

জুয়েল ইউএসএ
Published : 6 April 2015, 06:40 AM
Updated : 6 April 2015, 06:40 AM

মানবতার সেবায় এগিয়ে এলো নর্থ বেঙ্গল ফাউন্ডেশন। নিউইয়র্ক প্রবাসী বিপদগ্রস্থ অঞ্জনার দুটি কিডনী নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন। তার এই মহা বিপদে পাষন্ড স্বামীও তাঁকে একা ফেলে ডিভোর্স দিয়ে অন্য স্টেটে চলে যায়। এমতাবস্থায় তাঁর ঘড়ভাড়া বাকি পড়ে যায়। পাকিস্তানি বাড়ীর মালিক তাকে বাসা থেকে বের করে দিতে উদ্যত হলে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের কর্মকর্তারা এগিয়ে আসেন। এ সময় ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবু তাহের ও সংগঠনের দিনাজপুর জেলা প্রতিনিধি বিপুল সরকারের উদ্যোগে নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান হাসান, সাধারন সম্পাদক রাকিবুজ্জামান খাঁন তনু, সহ-সভাপতি ইঞ্জি আব্দুল মতিন তালুকদার, ডা এম. এ. লতিফ, মোজাফর হোসেন, ইঞ্জি এ. বি. মিজানুল হাসান, মোতাহার হোসেন, এ্যাড সুরাইয়া মনিরা সহ সকল কর্মকর্তারা তাঁর সাহায্যার্থে এগিয়ে আসেন। তাঁরা বিপদগ্রস্ত অঞ্জনার ২ মাসের বাড়ী ভাড়া প্রদান সহ তাঁর দৈনন্দিন ব্যবস্থা করে দেন। নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের এই উদ্যোগকে অঞ্জনা আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
Visit North bengal Foundation USA