ব্লগ ওপেনিং ডে

জীবন বিকাশ
Published : 8 Feb 2011, 07:50 AM
Updated : 8 Feb 2011, 07:50 AM

এই ডিজিটাল ‍যুগে তো এনালগ সময়ের মত নির্ভেজাল ব্যক্তিগত যোগাযোগ করা আর হয়ে উঠছে না। এখন চিঠির বদলে চলছে ই-মেইল । কে কেমন আছে জানতে ফেসবুক। খোঁজখবর করতে ব্লগে মন্তব্য। জীবনে পরিবর্তন আসছে ক্রমাগত। প্রতিদিন। ব্লগ নিয়ে এই তো ক'দিন আগে আমরা যেভাবে ভাবতাম এখন সে দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ব্লগের সূচনা বাংলা ওয়েবস্ফিয়ারে উন্মাদনা তৈরী করেছে। ব্লগারদের সরব উপস্থিতিতে বহুমাত্রিকতা ছড়িয়েছে অগণন। এই বহুমাত্রিকতায় সিটিজেন জার্নালিজমকে ফোকাস করে বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম সকল প্রযুক্তিকে একইসাথে ও স্থানীয় পর্যায় ভিত্তিক উপস্থাপন করতে একটা ব্লগসাইট চালু করতে যাচ্ছে। অন্যান্য সকল ফিচারের সাথে মোবাইল থেকে সরাসরি ছবি আপলোড বা ধারণকৃত ভিডিও সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘটনার তাৎক্ষণিক প্রকাশকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে। ১১ তারিখ বিকেল ৪টায় অমর একুশে গ্রন্থমেলায় এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। এ আয়োজনের প্রধান উদ্দেশ্য সকলের মতামত/ফিডব্যাক গ্রহণ করা।