‘মে ডে’ এবং ‘মহান মে দিবস’

জহির নিপু
Published : 1 May 2014, 07:10 AM
Updated : 1 May 2014, 07:10 AM

পুরো বিশ্বে পালিত হচ্ছে 'মে ডে'। আর আমাদের দেশে পালিত হচ্ছে 'মহান মে দিবস'। আমরা এই দিবসটিকে মহান আখ্যায়িত করেছি ঠিকই, কিন্তু এ দেশের দিনমজুর শ্রমিকদের কতটুকু সম্মান দিতে পেরেছি তা জানি না। যাদের মাথার ঘাম বেয়ে মাটিতে পড়ে শুকিয়ে যায়, তার পরও তারা তাদের শ্রমের মজুরি পায় না। আজ সভা সেমিনারে বক্তব্য দিয়েই শেষ। এর পর আবার সেই শ্রমিক শোষণের তোড়জোর। আসলে,আমরা এই রকম দিবসগুলোর সামনে 'মহান' শব্দটি ব্যবহার করে দিবসগুলোরই মর্যাদাহানি করছি। আজ শ্রমিকরা তাদের মৌলিক অধিকারগুলো থেকেই বঞ্চিত। আমাদের অর্থনীতির উন্নয়নের মুল চালিকাশক্তি কিন্তু এই সকল মানুষ। দেশে বিদেশে আমাদের এই বিপুল সংখ্যক শ্রমিক ভাই-বোনরা প্রায়ই বঞ্চনার শিকার হন। আমরা তাদের জন্য কী করতে পারছি। তাই আমাদের কার্যক্রম সভা সেমিনারের মধ্যে আটকে না রেখে এই সকল মহান মানুষদের জন্য কিছু করলে দিবসটি প্রকৃত অর্থেই মহান হবে। এরাও এক ধরণের মুক্তিযোদ্ধা। এরা অর্থনৈতিক মুক্তির জন্য আমরণ সং গ্রাম করে যাবেন।
তাই এদের কথা আমাদের অবশ্যই ভাবতে হবে। তা না হলে জাতি হিসেবে আমরা পিছনেই থেকে যাবো।

>জহির, মৌলভীবাজার।
01919374246