পরীক্ষার আজকাল!

জহির নিপু
Published : 9 Dec 2014, 01:33 PM
Updated : 9 Dec 2014, 01:33 PM

ডিসেম্বর এর দ্বিতীয় সপ্তাহ চলছে, খেলার মাঠ এখনো তৈরি হয়নি!

আমার যতদুর মনে পড়ে নভেম্বর এর তৃতীয় সপ্তাহের মধ্যেই আমাদের পরীক্ষা শেষ হয়ে যেতো। পরীক্ষার শেষ দিনটি ছিলো আমাদের স্বাধীনতা দিবস! কারণ, পরীক্ষা শেষ তো কিছুদিনের জন্য পড়াশোনার ঝামেলা শেষ! কোনরকমে বাড়ি পৌছে দে ছুট খেলার মাঠ তৈরিতে। নভেম্বর থেকে শুরু করে মাঠে বৃষ্টির পানি জমা না পর্যন্ত, অর্থাৎ এপ্রিল এর শেষ অবধি খেলাধুলা চলতো!
আর এখন! বেচারা বাচ্চারা ১৫ দিনের মতো সময় হাতে পায়। পরীক্ষা শেষ হতে হতে ডিসেম্বর এর দুই সপ্তাহ চলে যায়। জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেলে সচেতন বাবা-মায়েরা বাচ্চাদের আর খেলার মাঠে নামতেই দেন না! এর ফলে বাচ্চারা দেশীয় অনেক খেলা ভুলে যেতে বসেছে। অনেকে তো গোল্লাছুট, ডাংগুলি খেলা চিনেই না! তাদেরই বা কী দোষ, তারা সময় পাচ্ছে কই!

#জহির নিপু।
01919374246