রাতের বৃষ্টিস্নাত শহরের আকাশে বিজলীর শুভ্রতা

হাসিবুল হক
Published : 1 May 2017, 09:08 PM
Updated : 1 May 2017, 09:08 PM

৯ বৈশাখ অর্থাৎ ২২ এপ্রিল দিনগত রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরে অবস্হানরত আমি। অঝোর ধারায় মেঘের সে কি কান্না সাথে ঝড়ো হাওয়া। মেঘ তার কান্না থামালো অবশেষে। কান্নার পর বিষন্ন হৃদয়ে নারী যেমন ফুঁপিয়ে উঠতে থাকে মেঘও যেন তেমন করেই ফুঁপিয়ে উঠে বিজলীর চমক দিয়ে গেল সেই রাতে।

                বৃষ্টিস্নাত এক টুকরো আলো- আঁধারি শহর

আন্ধারের মাঝে লাল-নীল বাতির সড়ক

বিজলী ফুঁপিয়ে উঠলো,সামান্য সময়ের জন্য

আবারো নিকষ কালো আকাশের চেহারা

৩য় ছবি থেকে পঞ্চম ছবির দৃশ্য নিতে জানালার ধারে ২৫ মিনিট অপেক্ষমান আমি।এরপর বিজলী মেয়েটি দেখালো তাঁর চমক।

রাতের আকাশ ও এক টুকরো উত্তরা

মেঘমেদুর চেহারায় আকাশ পুনরায় ঢেকে গেল