খরা আক্রান্ত ২০ লাখ সোমালির কাছে সাহায্য পৌঁছানো যাচ্ছে না

হাসিবুল হক
Published : 25 July 2011, 03:23 PM
Updated : 25 July 2011, 03:23 PM

দুর্ভিক্ষ কবলিত সোমালিয়ার দক্ষিণাঞ্চলে ২০ লাখেরও বেশী মানুষের কাছে সাহায্য সংস্থাগুলো পৌঁছাতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য সংস্থা । এ অবস্থায় সাহায্য সংস্থা সেখানে বিমান থেকে সাহায্য দেয়ার কথা বিবেচনা করছে । বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা জানান , সোমালিয়ার দক্ষিণাঞ্চলে আল-কায়েদা সম্পৃক্ত আল শাবাব গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে । আল শাবাব ২০১০ সালে এ অঞ্চলে আন্তর্জাতিক খাদ্য সহায়তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে । সাহায্য সহযোগিতা চালানোর জন্য এ অঞ্চল বিশ্বের বিপজ্জনক অঞ্চলগুলোর অন্যতম ।

বিশ্ব খাদ্য কর্মসূচি ( ডব্লিউএফপি )'র পরিচালক জোসেত্তি শেরান কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সাংবাদিকদের বলেন , এখনও ২২ লাখ মানুষের কাছে সাহায্য পৌঁছানো যায়নি । আমাদের কার্যক্রম পরিচালনার জন্য এটা বিপজ্জনক জায়গা । মানুষ মারা যাচ্ছে । এখন রাজনীতির সময় না , মানুষের জীবন বাঁচানোর সময় । জাতিসংঘ জানিয়েছে , কেনিয়া ইথিওপিয়া ও সোমালিয়ায় ভয়াবহ খরায় গত ২০ বছরের মধ্যে এক কোটিরও বেশী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে । এদের মধ্যে দক্ষিণ সোমালিয়ার ৩৭ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে । গত বছর কয়েকটি সাহায্যকারী সংস্হাকে ঐ অঞ্চল থেকে বের করে দেয়া হয় ।