সংঘর্ষ নয়: শান্তিতে বসবাসের অঙ্গীকার

হাসিবুল হক
Published : 30 July 2011, 06:57 PM
Updated : 30 July 2011, 06:57 PM

আর কোনো গণপিটুনি না । আর কোনো গণধোলাই না । অস্ত্রের ঝনঝনানি আর না । এমন অঙ্গীকার নিয়ে ঝিনাইদহ জেলার ২১টি গ্রামের জনগণ নিজেরাই সহস্রাধিক দেশী অস্ত্রশস্ত্র জমা দিয়েছে । সকলে যার যার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য ঐক্যবদ্ধ । গত ২০ জুলাই ২১টি গ্রামের সমাজপতি ও জনপ্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত হয় , ২৯ জুলাই শুক্রবার প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমাদানের মাধ্যমে নিজেদের হাতে আইন তুলে নেয়ার প্রবণতা দূর করা হবে ।

গত শুক্রবার অস্ত্র জমাদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । অস্ত্র সমর্পণে এলাকার জনগণকে উদ্বুদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করেন পোড়াহাটি ইউপি চেয়ারম্যান । প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ সম্পন্ন হয় ।

ধারণা করা হচ্ছে , এসকল দেশী অস্ত্রশস্ত্র রামদা ঢাল সড়কি ইত্যাদি জমাদানের ঘটনা অন্য অঞ্চলের জনগণকে একাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে , অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে । ভবিষ্যতে এলাকায় কোনো সহিংসতা না হওয়ার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধি ও মাতবররা ।