গোলাম আযম গ্রেফতার না হলে

হাসিবুল হক
Published : 11 Jan 2012, 06:27 AM
Updated : 11 Jan 2012, 06:27 AM

যিনি মুক্তিযুদ্ধের সময় প্রচণ্ডরকম অপরাধ করেছিলেন, যিনি গণহত্যার মূল সংগঠক-পরিকল্পক সেই গোলাম আযমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার জামিন আবেদন খারিজ করে দিয়ে গ্রেফতার দেখিয়ে কেন্দ্রিয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।

আজ বাংলাদেশের জনগণের কাছে এই দিনটি মোটামুটি স্বস্তিবোধের দিন । দীর্ঘদিন দীর্ঘ পথপরিক্রমার আন্দোলনের মাধ্যমে এই ঘটনাটি সবার মন ছুঁয়ে যেতে পেরেছে বলে মনে হয় ।

গণহত্যার অভিযোগে অভিযুক্ত এই শীর্ষ পরিকল্পক যে অপকর্ম করেছেন সে অপকর্মের প্রতিবিধান হতে হবে মানবতার জন্য , আইনের শাসনের জন্য । কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য না । কোনো প্রতিহিংসা চরিতার্থ করার কথা আমরা বাংলাদেশের জনগণ আজও বলিনি । গোলাম আযম গ্রেফতার না হলে সরকার হেরে যেত , আওয়ামীলীগ হেরে যেত । মুক্তিযুদ্ধ হেরে যেত , মুক্তিযুদ্ধের আদর্শ হেরে যেত । পুরো জাতি হেরে যেত । সারাবিশ্বের সভ্য মানুষ হেরে যেত ।