মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে গোলটেবিল বৈঠক

হাসিবুল হক
Published : 17 Jan 2012, 07:36 AM
Updated : 17 Jan 2012, 07:36 AM

গতকাল সিরডাপ মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক গোলটেবিল বৈঠক ও নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট্স ল'ক্লিনিক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং ইয়েল ইউনিভার্সিটির সহযোগিতায় 'নন-রেট্রোক্টিভিটি অব ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এন্ড ডিফাইনিং দ্য ক্রাইমস এগেইন্স্ট হিউম্যানিটি ' শীর্ষক ঐ গোলটেবিল বৈঠকের দুই দিনব্যাপি আয়োজনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লরেল ফ্লেচার, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন ।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত গোলাম আযমের চিকিৎসার ব্যাপারে তার আইনি অধিকারের কথা বলেছেন আইনমন্ত্রী । গোলাম আযমকে 'জামাই আদরে' রাখার অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ব্যারিস্টার আমিরুল ইসলাম । ড. মিজানুর রহমান বলেন, যুদ্ধাপরাধীরা নতুন করে অভিযুক্ত হয়নি তাই নতুন করে তাদের হেনস্হা করার প্রশ্ন ওঠে না ।