‘আন্তর্জাতিক গণহত্যা‘ দিবস পালনের আবেদন

হাসিবুল হক
Published : 25 March 2012, 11:59 AM
Updated : 25 March 2012, 11:59 AM


আজ ২৫শে মার্চ । একাত্তরের ২৫শে মার্চের কালরাতে অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদাররা শুধু রাজধানী ঢাকাতেই পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ নিরীহ নিরস্ত্র ঘুমিয়ে থাকা মানুষকে নির্বিচারে হত্যা করেছিল । সারা বিশ্বের সভ্য জনতা বিস্ময়ে বিমূঢ় হয়েছিল, হতবাক হয়েছিল বর্বর পাকসেনাদের আচরণে ।

মুক্তিযুদ্ধকালিন এই নৃশংসতা অর্থাৎ গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ ঘটানো হয়েছিল পাকিস্তানের অখন্ডতা ও ইসলাম রক্ষার বাহানা দিয়ে । দীর্ঘ নয় মাসে দেশের ভেতর কয়েক কোটি মানুষ বাস্ত্তচ্যুত হয়েছিল । নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ নানা ধ্বংসযজ্ঞে পাক হানাদারদের সর্বাত্মক সহযোহিতা দিয়েছিল এদেশের জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, নিজামে ইসলাম ।

বর্তমানে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া চলছে । এ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে সারা বিশ্বের জনগণ জানতে পারবে ইতিহাসের নৃশংস গণহত্যার কথা, মানবতার বিরুদ্ধে অপরাধের কথা ।

২৫ মার্চ কে উপলক্ষ্য করে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালনের প্রচার অভিযান চলতে থাকুক বিশ্বজুড়ে । ইউনাইটেড নেশনস পোস্টাল এডমিনিস্ট্রেশন প্রকাশ করতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কয়েক প্রকারের স্মারক ডাকটিকেট । ( জাতিসংঘ তো শুধু ফরমায়েশি কাজ করতে অভ্যস্ত তাই ডাকটিকেট প্রকাশের কথা বললাম ) । শুধু বাংলাদেশের গণহত্যার কথা বলছি না । সারা বিশ্বে যত নৃশংসতম গণহত্যা চালানো হচ্ছে, তার সবগুলোর । যেমন- আফ্রিকার হাজার হাজার দুর্ভিক্ষপীড়িত শিশুদের করুণ মৃত্যু গণহত্যার প্রত্যক্ষ উদাহরন ।

সারা বিশ্বের সকল গণহত্যার বিরুদ্ধে তীব্র ঘৃণা আমার ।

***