বিচারকের কথিত কথোপকথন প্রকাশে নিষেধাজ্ঞা কেন?

জয়দেব ঘোষ
Published : 13 Dec 2012, 02:19 PM
Updated : 13 Dec 2012, 02:19 PM

সোনার বাংলায় একের পর এক নিষেধাজ্ঞা কেন? এ মাসেই আমাদের বিজয় হয়েছিল। একজন নাগরিক হিসাবে মত প্রকাশের স্বাধীনতা কি পাবনা? তা হলে বাধা কেন? বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের যে কথোপকথন তা আসলে কি? আজ কাল আমরা অনলাইনে অনেক বিযয় শিখি। এমনও হতে পারে তারা ভাল বিষয় নিয়ে আলোচনা করেছে অথবা কোন চক্র এটা করাছে যাতে বিচারকাজ বাধাগ্রস্থ হয়। আর আমাদের দেশের মিডিয়ার উপর নিষেধাজ্ঞা করল তবে পৃথিবীর অন্য মিডিয়া কি প্রকাশে ভয় পাবে।