তিস্তা চুক্তি

জয় পাল
Published : 16 June 2015, 06:15 PM
Updated : 16 June 2015, 06:15 PM

আমরা আশা করেছিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরেই তিস্তা চুক্তি হবে, কিন্তু তা হয়নি। পদ্মায় পানি পেলেও আমাদের সমস্যার সমাধান হবে না। কারণ ফারাক্কা, তিস্তা ও অন্যান্য নদী দিয়ে মাত্র ৪৩ ভাগ পানি বাংলাদেশে প্রবেশ করে; যা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। কিন্তু চীন থেকে উৎপত্তি হয়ে যে ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাকি ৫৭ ভাগ পানি আসে, তা নিয়ে আমরা কোনো চিন্তাভাবনা করছি না। এমনকি ব্রহ্মপুত্র নদের ব্যাপারে কোনো আলোচনাই হলো না।