ক্রিকেট এবং ফুটবল

জয় পাল
Published : 27 June 2015, 02:35 PM
Updated : 27 June 2015, 02:35 PM

আজ জিতলেই প্রতিপক্ষ ধবল ধোলাই। এর আগে একবারও যে প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের সম্ভাবনা নিয়ে খেলতে নেমে ম্যাচ হারেনি বাংলাদেশ। তাহলে এবার ভারতও? আজ মুশফিক-মাশরাফি-সাকিবরা দেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। আর আমার দেশ এর ফুটবল, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বরাবরই স্বপ্নবাজ মানুষ। শুধু নিজেই স্বপ্ন দেখেননি, স্বপ্ন দেখিয়েছেন পুরো দেশকে-২০২২ ফুটবল বিশ্বকাপে খেলবে বাংলাদেশ! এটা না হয় ধরে, নেওয়াই যেতে পারে। স্বপ্নের সাথে কাজের মিল থাকতে হবে । তা নাহলে শুধু হতাশ হতে হবে । জাতীয় দলকে শক্তিশালী করতে চায় বাফুফে, তারই অংশ হিসেবে হাত বাড়ানো হয়েছে ঢাকায় খেলা অন্তত দুজন বিদেশি ফুটবলারের দিকে। সালাউদ্দিন চাইছেন, যে করেই হোক বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে নিতে। জাতীয় দলের শক্তি বাড়াতে এটিকে জরুরি মনে করেন বাফুফে সভাপতি।

এত্ত ঝামেলার কী আছে, মাঠে বেশি করে পানি ফেলা হোক, সেই সাথে বৃষ্টির সময় ড্রেনেজ বন্ধ করা হোক, যাতে আমরা আমাদের 'ঐতিহ্যময়' পানি-ফুটবল খেলতে পারি..।স্বপ্নের সাথে কাজের মিল থাকতে হবে । তা নাহলে শুধু হতাশ হতে হবে। এটা না হয় ধরে, নেওয়াই যেতে পারে। কিরগিজস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৩-১ গোলে| নিজ দেশের মাটিতে কয়দিন আগেও আমরা অনূর্ধ-২৩ এশিয়া কাপে ওমান , কাজাকিসথানের কাছে ৪-০ ,৪-০ গোলে হারলাম আর, পুরো টুরনামেন্টে একটা গোলও করতে পারেনি বাংলাদেশ দল । যে দেশের লীগ চ্যাম্পিয়ন দলের তিনজন ফরোয়ার্ডই বিদেশি, আর লীগের ৯০ % সটাইকারই বিদেশি, সেই দেশের জাতীয় দল টুর্নামেন্টে একটা গোলও করতে পারবে না এটাই স্বাভাবিক । আর্থিক সহযোগিতা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাশে এসে দাঁড়িয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। অ্যাসোসিয়েশন মোট ২০ কোটি টাকা দেবে বাফুফেকে।বাংলাদেশের ফুটবল খেলাই উচিৎ না। শুধু শুধু কোচ এবং প্লেয়ারদের পিছনে টাকা খরচ করতেছে সরকার । এরচেয়ে এই টাকা দিয়ে গরিবদের কর্মসংস্থান করে দেওয়া উচিৎ।