ক্রিকেট ও আইসিসি ষড়যন্ত্র!

জয় পাল
Published : 28 June 2015, 03:47 PM
Updated : 28 June 2015, 03:47 PM

কোনোভাবেই বাংলাদেশের ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি ট্রফি খেলা কোনো শঙ্কা ছিলো না। কিন্তু হঠাৎ রাজনীতি| বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র! আরও কতো নাটক দেখাবে পাকি, ভারত, আইসিসি। বাংলাদেশকে নিয়ে ক্রিকেট বিশ্ব এত রাজনীতি করে কেন বুঝিনা। আমাদের ক্রিকেট-এর উন্নতি কি তাদের সহ্য হচ্ছে না? বাংলাদেশের ওয়ানডে উন্নতিতে ক্রিকেট বিশ্বের অনেকেই চোখ কপালে তোলে বিস্ময়ে। আরে, বাংলাদেশ তো এখন ওয়ানডেতে আইসিসি চেয়ারম্যান শ্রীনির মাথাব্যথার কারণ। আর, তা-ই জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজ! জিম্বাবুয়েরা,  নিজেদের ভাল চিন্তা করা ছাড়া, অপরের খারাপ চিন্তা করেছে! নিশ্চিত করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। অন্য দলটি পাকিস্তান। হায়রে, বাংলাদেশকে চ্যাম্পিয়ন ট্রফি থেকে ছিটকে ফেলতে এত সব ষড়যন্ত্র! পাকিস্তানের তো জিম্বাবুয়ের সাথে জেতারই সামথ্য নেই!  সে ক্ষেত্রে আবার ওয়েষ্ট ইন্ডিজ! নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তানে কেবল পাঁচটি ওয়ানডে ছিলো শ্রীলঙ্কার বিপক্ষে। আর ওয়েস্ট ইন্ডিজের কোনো খেলাই ছিলো না। ষড়যন্ত্র!  এই সিরিজের মাধ্যমে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি ট্রফির আট নম্বর দল নিশ্চিত হতে পারে। এমন কি সাত নম্বর দলও হতে পারে এই সিরিজের কোনো একটি দল। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র! ক্রিকেটের বিরুদ্ধে ষড়যন্ত্র! ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার। চেয়ারম্যান শ্রীনির ভবিষ্যৎ?

হায়রে! চেয়ারম্যান শ্রীনিই পারেন, আর পারবেনও!!! তবে ফিফার মত একদিন দিন পাল্টাবে। সেদিন এফবিআই এর হাত হতে বাচঁবেন শ্রীনি? পৃথিবীতে বহু খেলা, ক্রিকেটের খেলার মত এত অনিয়ম আর নাই। তথা, আইসিসি চেয়ারম্যান শ্রীনিজি|কোনো সমস্যা নাই।লাভ হবে না, দিন এখন আমাদের । সব শুনে-টুনে মাশরাফির মন্তব্য, "আল্লাহ যা রাখছেন কপালে তা-ই হবে, এ নিয়ে শুধু শুধু টেনশন করে লাভ নেই"। একেই বলে নেতা| মাশরাফি তুমি-ই সেরা , তুমি-ই যোগ্য| আরে, ব্যাপার না, আইসিসি? -আরো সিরিজের আয়োজন কর? বাংলাদেশকে ঠেকাবি? পারবি? নাহ, পারবি না । বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে নিজস্ব যোগ্যতাবলেই | আরে, পাকিস্তান- ওয়েস্ট ইন্ডিজ কি জানে না, জিম্বাবোয়ের সাথে এক ম্যাচ হারলেই তো, " ঘোড়ার ডিম"| দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে জিতে সব ষড়যন্ত্রর জবাব দেবে বাংলা টাইগার্র্স|