নবীনগরে কাপড়ের দোকানে অভিনব কায়দায় চুরি!

সোহেল আহমেদ
Published : 20 Feb 2018, 11:51 AM
Updated : 20 Feb 2018, 11:51 AM

.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর বাজারের 'সরকার বস্ত্র বিতানে' সোমবার রাতে অভিনব কায়দায় এক চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের উপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে।

দোকানের মালিক হানিফ সরকার জানায়, বিয়ের ল্যাহেঙ্গা শাড়ী, নেট শাড়ী, প্রিন্ট শাড়ী ও ক্যাশ ভেঙ্গে নগদ ১৩,৫০০ টাকাসহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

জনমনে প্রশ্ন, বাজারে পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এরকম একটি চুরির ঘটনা ঘটতে পারে? এমতাবস্থায় জিনদপুর বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছে।

জিনদপুর বাজার কমিটির সভাপতি আবু জাহের এরকম একটি চুরির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। দোকানের মালিক হানিফ সরকার চুরির ঘটনায় নবীনগর থানায় অভিযোগ করলে এসআই মাহাবুব ঘটনাস্থল পরিদর্শন করেন।