ইউনিয়ন পরিষদ সচিব পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করন প্রসঙ্গে

জুহায়ফা
Published : 14 July 2012, 05:47 PM
Updated : 14 July 2012, 05:47 PM

ইউনয়িন পরিষদ তৃণমূল পর্যায়ের প্রশাসন। গ্রামীন জনগণ সরাসরি এ প্রতিষ্ঠানটি থেকে সেবা পেয়ে থাকে। ইউনয়িন পরিষদের যাবতীয় রিপোর্ট রিটার্ন থেকে শুরু কর সব কাজ সরকারী বিধি বিধান অনুসরন করে সচিবদের করতে হয়। ইউনিয়ন পর্যায়ের সকল কমিটি সচিবগন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।এ ছাড়া পরিষদের যাবতীয় আয় ব্যয় ও ব্যাংক হিসাব চেয়ারম্যান ও সচিবের যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়।ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য যেমন-উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কমিউনিটি মেডিক্যাল অফিসার,উপ-সহকারী প্রকৌশলী, দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা অথচ তাদের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সচিবের অনেক নীচে,অথচ ইউপি সচিবগণের নিয়োগের শিক্ষাগত যোগ্যতা ন্যূন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক হলেও তারা তৃতীয় শ্রেণীর কর্মচারী যা খুবই দুঃখজনক ও পীড়াদায়ক।তাই ইউনয়িন পরিষদ সচিব পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করনের জন্য আকুল আবেদন জানাচ্ছি।