নাহিদ আহসানের একগুচ্ছ কবিতা

naheed_ahsan
Published : 10 March 2015, 04:02 AM
Updated : 10 March 2015, 04:02 AM

কোনো এক শুভাকাঙক্ষীকে

ভুল হলে হবে
একটি জীবনই তো শুধু খোয়া যাবে
না হয় স্বপ্নই হারাবে।
না হয় নিজেই আমি হারাবো, ফুরাবো।
না হয় একটি ভালোবাসা
কাঠবাদামের খোলার মতোন ভেসে যাবে।

ভুল হলে হবে
কেন এত বাধা দাও
কেন এত সতর্কতা

নরখাদক

যে সমুদ্র আপাতত শান্ত মনে হয়
আসলে সে মানুষ-খাদক,
ভাটার টানের সাথে টেনে নেয় জীবন, পৃথিবী।

লুকোনো বিষাক্ত জেলি ফিশ
হঠাৎ হাঙর, চোরাবালি
সবকিছু ঢেকে রেখে
নির্লিপ্ত নয়নে চেয়ে থাকে

সুনীল নয়নে থাকে শান্ত আহ্বান।

বেনারসি

কনে মেয়েটির মনে আজ কুয়াশার অস্পষ্ট মোড়ক
সে চলেছে পর্দার ওপাশে
দু'পায়ের নিচে থেকে সরে যাচ্ছে তার
চেনা মহাদেশ
পশুর কবলে পড়ে যদি
তবে তার বেনারসি, এ তো হবে শুধু রক্তের নিশানা
আর এই নতুন জীবন যদি জীবনবিনাশী হয়
তবে এই বেনারসি, এ তো তবে শুধুই কাফন!

ভান

সে কি ভালোবাসে? নাকি ভান করে?
সে সময় তার চোখ থেকে ঝরে পড়ে
বুদ্ধিদীপ্ত আলো
কণ্ঠে শোনা যায়
নদীস্রোতে ভেসে আসা নুড়ি
তার তান
প্রকৃত প্রেমের চেয়ে মোহময় বুঝি, আহা
আমাদের এই সব ভান!