আমরা তরুন আমাদের এগিয়ে যেতে দিন..!!!

মোস্তফা
Published : 19 June 2012, 04:12 AM
Updated : 19 June 2012, 04:12 AM

আমরা তরুনপ্রযন্ম নেতা নামক জেষ্ঠ্যরা আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে চায় ….
ভাল !
আমরাও জাসতে চাই
কিন্তু জানতে আমাদের পাঠ্যসূচিতে সংযুক্তকরা হয়েছে, তা ঠিক আছে জানলাম …….
কিন্তু এর থেকে কি শিক্ষা নিতে পারি গুনিজনরা আমাদের শিখিয়ে দিয়েছেন ?
নাকি নিজে সাধু না হলে অন্যকে শুধরান যায়না এরকম কি ছু অজুহাত এসে কপালে এসে পরবে ?
এ থেকে আমরা শিক্ষা নিতেপারি অন্যায়ের বিরুদ্ধে মাথা নত নয় ,স্বাধীনতার জন্য লিড়াই,দা্বি আদায়ের পন্হা,সাহস নিয়ে এগিয়ে যা্ওয়া আরও সহস্র…..
কিন্তু এশিক্ষা বুকে ধারন করে যদি এগিয়ে যেতে চাই তাহলে সেই গুনিজন যারা আমাদের পাঠ্য বইয়ে সংযুক্ত করল (মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ) তাদের সাথে লড়াইয়ে নামতে হয় । কারন তারা অন্যায়ের পাহাড় আবার তারাই আমাদের শেখায় ন্যায়ের পথে থাকতে !
আর তারাই অন্যায়ের পর্বত গড়ে তোলে তাদের পাড়ি দিতে দুএজন মুসা ছাড়া সবাই অপরাগ । কারন সে পর্বত জয় করার ইচ্ছা শক্তি,সামর্থ আমাদের সবার নেই তাই আমাদের রাজ গুনিজনদের অনুনোধ আমরা তরুণ আমাদের প্রতারনা শেখাবেননা আমরা দেশটাকে সোনার বাংলা দেখতে চাই ।