গণতান্ত্রিক রাষ্ট্রে জনগন কেন অসহায়?

মোস্তফা
Published : 16 Jan 2015, 03:22 PM
Updated : 16 Jan 2015, 03:22 PM

আমরা বলির পাঠা… আ.লীগ আর বিএনপি নামক অদৃশ্য বস্তু আমাদের বার বারই বলির মঞ্চে ওঠায় তারাপরও আমাদের মুখ ফোটেনা ।আর আমাদের একটা অনন্য স্বাভাব হল বলি বেশি কিন্তু করিনা । মঞ্চের ভাষণ থেকে শুরু করে পত্রিকার পাতায় আর টকশোতে অনেক কিছুই বলেতে পারি কিন্তু করার দায়িত্বটা এরিয়ে যাই… জনৈক লেখক বলেছিলেন 'বাঙ্গালী বীরের জাতি' কিন্তু বীর এখন আর নেই । একটা ব্যপার খূবই খরাপ লাগে যখন রাজনৈতিক দলের নেতারা জনগনের মাথায় কাঠাল ভঙ্গে । বলে জনগন আমাকে ভোট দিয়ে ক্ষমতায়বসিয়েছে, আবার কেউ বলে জনগন এটা মেনে নেবেনা, হরতালের সময় এক দল বলে জনগন সতস্পূত ভাবে হরতাল পালন করেছে আর এক দল বলে জনগন প্রত্যাক্ষান করেছে …এখানে জনগনের বলার কোন সুজগ নেই, শুধুই হা করে টিভির পর্দা । এসব কথা বলে জানিনা কার চোথে ধুলা দেওয়া হচ্ছে   আসলে আ.লীগ আর বিএনপি দু দলই ক্ষমতায থাকতে চায় কেউ চায়না জনগনের শান্তি । আমার দু:খ গনতান্ত্রিক রাষ্ট্রে জনগন কেন অসহায় !!!! যদি জনগনই হয সকল ক্ষমতার উৎস ? তাই ঘুমন্ত জনগনকে জেগেওঠার আহবান জাগো………

(ব্রাকেটে একটি অমূল্যবান কথা বলি যা হল আপনার সন্তানের পৌরনীতি বা রাষ্ট্রবিঞ্জান বইটি একটু পড়ুন জানুন গনতন্ত্র কি ? ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারেন । আমার দীর্ঘ বিস্বাস আমাদের ৫০% নাগরিকই গনতন্ত্রের সংগা সঠিক ভাবে জানেনা …. জানলে কি আর অগনতান্ত্রিক রাষেট্র বসবাস করত । টেলিভিশনের পর্দায় যখন দেখি একদল জনগন দাবি আদায়ে মানুষ পুরছে আর অন্যরা অনড় তাদের ওপর গুলি চালাতে তাই বলি গনতান্ত্রিক রাষ্ট্রে জনগন কেন অসহায় ! এতে একটা কথাই বেরিয়ে আসে জনগনই জনগনের ক্ষতি করছি আমরা জনগন কবে সুধরাব বাংলার জনগনকে জেগে ওটার উদাত্ত আহবোন………………………….(যারা এই ম্যাসেজ পরছেন ছবি ও অন্যান্য কিছু শেয়ার করার পাশাপাশি শেয়ার করূন গনতন্ত্র কি এসো গনতন্ত্রের চর্চা করি……….গনতন্ত্রকে জানি..গনতেন্ত্রের সুফল আমাদের থেকে দূরে নয় আমরাই গনতন্ত্রের সূফল থেকে দূরে……)