নামের শেষে ‘সাবেক’ কথা লাগানোর রাজনীতি

নাহিড
Published : 16 Dec 2011, 01:46 PM
Updated : 16 Dec 2011, 01:46 PM

দেশের জন্য আমরা কী করছি আমরা কী তা নিজেরা জানি?? দেশের কথা, গণতন্ত্রের কথা আমরা বলি কিন্তু কস্ট পাই যখন দেখি এসবের আড়ালে থাকে নিজের পেটনীতি। খুবই অবাক হই যখন শুনি ক্ষমতায় যেয়ে কিছু না পেলে নাকি রাজনীতির স্বীকৃতি হয় না, তার মানে ভাল দেশপ্রেমিক বা ভাল রাজনীতিবিদ হতে হলে এর পিছনে উদ্দেশ্য থাকতে হবে। এবার খুব কাছে থেকে এসব দেখেছি। দল ক্ষমতায় যাবার সাথে সাথে যেন একটা প্রতিযোগিতা শুরু হল পোস্ট নীতি, কেউ মন্ত্রী, কেউ প্রতিমন্ত্রী, কেউ জজ কেউবা এটর্নী জেনারেল! কেউ কী দেশের কথা ভেবে মন্ত্রী বা কিছু হচ্ছেন? নাকি ৫ বছর পরে নামের শেষে সাবেক কথা লাগাতেই এই প্রতিযোগীতা? প্লিজ একটু নিজের কথা বাদ দিয়ে, দেশের কথা ভাবুন। আমাদের শ্রদ্ধা ফিরে আসুক, দেশেরও কিছু হোক।

.