একটি এফএম স্টেশনের সঙ্গে বাংলা সংগীত শিল্পীদের চুক্তি!

কাব্য চক্রবর্তী
Published : 6 May 2012, 02:30 PM
Updated : 6 May 2012, 02:30 PM

কয়েকদিন পুর্বে পত্রিকায় দেখলাম, বাংলাদেশের বেশ কয়েকজন সংগীত শিল্পী একটি প্রাইভেট এফএম স্টেশনের সঙ্গে চুক্তি করেছে যে, চুক্তিবদ্ধ শিল্পীদের গান ঐ এফএম স্টেশন ব্যতিত অন্য কোন স্টেশনে পরিবেশন করতে পারবেনা। পত্রিকায় আরো দেখলাম যে অডিও শিল্পকে পাইরেসির হাত থেকে বাঁচানো এবং শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে।

ফলে অন্য স্টেশনগুলো চুক্তিবদ্ধ শিল্পীদের গান পরিবেশন করতে পারবেনা। যতদিন এই চুক্তি বলবত থাকবে অন্য এফএম স্টেশনগুলো কখনও আইনের বেড়াজাল ডিঙ্গিয়ে ঐসব শিল্পীদের গান পরিবেশন করার চেষ্টা করবে না। মুন্নি বদনাম, ওলালা ওলালা হালের বিখ্যাত হিন্দী গান দিয়ে চেষ্টা করতে হবে শ্রোতা ধরে রাখার ।

এই সব চুক্তি দ্বারা যতটা না শিল্পীদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে তার চেয়ে আমাদের বাংলা গানের শ্রোতাদের একটি এফ এম স্টেশন মুখী করা হচ্ছে। কারন চুক্তিবদ্ধ শিল্পীদের গান সারাদিনই চুক্তির পূর্বে অন্য সব স্টেশনে পরিবেশন করা হত। এখন সে সুযোগ না থাকায় বাংলা গানের পাশে হিন্দী গানের আশ্রয় নেবে বাকি এফএম স্টেশন গুলো। ফলাফল আমরা হিন্দী গানের তালে তালে …………………..।

ভেবে দেখুন এই চুক্তির দ্বারা বাংলা গানের কতটুকু উন্নতি হবে?