প্রথম পোস্ট: সিদ্ধান্তহীনতায় আমি…

নাসির আহমেদ কাবুল
Published : 9 March 2012, 01:16 PM
Updated : 9 March 2012, 01:16 PM

বিডি নিউজ২৪ ব্লগ বাংলা ব্লগিংয়ের জগতে আলাদা বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ফিচার ও নিউজ জাতীয় লেখা এই ব্লগের প্রাণ। আমি মিডিয়ার লোক। দিনের ৬ ঘন্টা সংবাদ জগতে ব্যস্ত সময় কাটানোর পর অবসরে ব্লগে এসে নিউজ নিয়ে আর কিছু করার মানসিকতা থাকে না। এ কারণেই ইচ্ছে থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশনের বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেছি। কিন্তু আজ কী হলো আমার? আমার বন্ধুপ্রতীম কয়েকজন ব্লগার- সাইফ ভুঁইয়া ও জালাল উদ্দিন প্রামাণিকসহ কয়েকজনকে এই ব্লগে দেখে নিজেকে আর বেঁধে রাখতে পারলাম না। রেজিষ্ট্রেশন করলাম। তারপর কবিতা পোস্ট দিতে গিয়ে দ্বন্দ্বে পড়ে গেলাম- এই ব্লগ আমার মতো একজন অ-কবির কবিতা বা গল্প বা উপন্যাস গ্রহণ করবে তো! কবিতা পোস্ট করা হলো না। এখন কী করবো আমি? এ ব্যাপারে আপনাদের পরামর্শ একান্তভাবে কামনা করছি।

শুভ কামনা সবার জন্য।