শহীদদের স্মরণে দেশের ‘দীর্ঘতম’ আলপনা জাহাঙ্গীরনগরে

মো. খালেদুন
Published : 26 March 2018, 12:23 PM
Updated : 26 March 2018, 12:23 PM

একাত্তরের ২৫ শে মার্চের ভয়াল কালো রাতের বীর শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অঙ্কন করা হয়েছে বাংলাদেশের 'দীর্ঘতম' আলপনা। আয়োজকরা জানিয়েছেন, এটাই এখন পর্যন্ত আঁকা দেশের সবচেয়ে দীর্ঘ আলপনা। বিশ্ববিদ্যালয়ের দুই কিলোমিটারের বেশি সড়ক জুড়ে আঁকা হয় এই আলপনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলির আঁচড়ে রাঙিয়ে তোলে এই দীর্ঘ পথ। ২৫ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ আল্পনা আঁকার উদ্বোধন করেন। এ সময় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে রং স্পন্সর করেছে বার্জার পেইন্ট। দেশের দীর্ঘতম আলপনা অঙ্কণের মাধ্যমে শহীদদের স্মরণের এই আইডিয়াটা দিয়েছেন, একই সাথে উদ্যোগ বাস্তবায়নেও বিশেষ ভূমিকা রেখেছেন তনুজা রহমান নিপা, যিনি ৪০ তম আবর্তনের র্যাগ রাণী যারীন তাসনিম প্রতীতির মা।