কেমন আছেন আপনারা?

মুক্তকন্ঠ
Published : 6 August 2012, 07:51 PM
Updated : 6 August 2012, 07:51 PM

দীর্ঘ বিরতির পর ফিরে এলাম আপনাদের মাঝে। নিশ্চয়ই ভাল ছিলেন এবং ভাল আছেন সবাই। বিরতির মধ্যেও কিন্তু মাঝে মাঝে পড়েছি আপনাদের মূল্যবান ও তথ্যবহুল অনেক লেখা। বিরতির মাঝে দেশে অনেক কিছুই ঘটে গেল, ঘটে গেল আমাদের এই প্রিয় ব্লগেও, আমার দুর্ভাগ্য প্রবল ইচ্ছা থাকা সত্যেও আপনাদের সাথে নিয়মিত হতে পারিনি।

কি করবো বলুন তিন বছরেরও বেশি সময় সকাল-সন্ধ্যা ল্যাব এ কাটানোর পর ফাইনাল থিসিস লেখা শুরু করলাম, মাঝ পথে আটকে গেলাম, কিছু রেজাল্ট যা কিছুতেই বাদ দিতে পারছিলাম না, যদিও প্রথম দিকে এক্সপেরিমেন্টাল এরর হিসেবেই গন্য করেছিলাম, কিন্তু না বেরিয়ে আসলো নতুন কিছু ভাবনা। অতপরঃ নিজের দুর্বল ও সুপারভাইজার সাহেবের প্রবল ইচ্ছের কারণে বাধ্য হলাম ল্যাব এ ফিরে যেতে। সকাল-সন্ধ্যা করতে হলো বাড়তি আরো ৪/৫ টি মাস। পিছিয়ে পড়লাম থিসিস জমা দেয়াতে। অনেক নির্ঘুম রাত আর সুপারভাইজার সাহেবের সাথে দীর্ঘ সব মিটিং করে অবশেষে থিসিস জমা দিলাম। জানি এখানেই শেষ নয়, রিমান্ড মানে ডিফেন্স এখনো বাকী তারপরও মনে হচ্ছে যেন এক সমুদ্র পাড়ি দিয়ে তীরে এসে ভিড়লাম !! দোয়া করবেন থিসিস খানা যেন সফলতার সাথে ডিফেন্ড করতে পারি।

আর থাকতে পারি আপনাদের সাথে আগের মতোই নিয়মিতভাবে।